দেহঘড়ি পর্ব-৬১
‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং স্বাস্থ্য বিষয়ক প্রচলিত ভুল ধারণা নিয়ে আলোচনা ‘ভুলের ভুবনে বাস’।
#প্রতিবেদন
স্বাস্থ্যখাত ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের
করোনাভাইরাস সংক্রমণ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের স্বাস্থ্যখাত সংস্কারের পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনার মহামারির দুই বছরের বেশি সময় পার করছে দেশটি। এ সময়ে করোনা নিয়ন্ত্রণসহ টিকাদানে সফলতা পেলেও সংকট ছিলো ব্যবস্থাপনায়।
সম্প্রতি “কোভিড-১৯: প্রথম দুই বছর ও সামনের দিনগুলো” শীর্ষক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অদূর ভবিষ্যতে মহামারি মোকাবিলায় আগের ভুল থেকে প্রাপ্ত শিক্ষার আলোকে স্বাস্থ্যখাত সংস্কারে করণীয় বিষয়গুলোর কথা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক বে-নজির আহমেদ বলেন, ‘করোনা মহামারির মতো এতো বড় যুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সম্পৃক্ত করার দরকার ছিল। স্থানীয় পর্যায়ে ব্যবস্থাগুলো নিয়ন্ত্রণে স্বাস্থ্য কর্মকর্তাদের না দিয়ে পুলিশ ও প্রশাসনের হাতে দেওয়া হয়েছে।এতে করে কোভিডে আক্রান্তরা সমাজ থেকে বৈষম্যের শিকার হয়েছেন।
সরকারের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের উপদেষ্টা ড. মোশতাক হোসেন বলেন, যে দেশের হেলথ কাভারেজ যত ভাল, তারা ততটাই উন্নত।
তার মতে, গ্রামের তুলনায় শহরাঞ্চলে কমিউনিটি ক্লিনিক কম থাকায় শহরে সংক্রমণ বেশি ছড়িয়েছে। অভি/রহমান
#বুলেটিন
টানা তৃতীয় দিন করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গেল তিন দিন কোনও মৃত্যু হয় নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।