বাংলা

দেহঘড়ি পর্ব-৬১

cmgPublished: 2022-03-18 19:18:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এর আগে মঙ্গল ও বুধবারও করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গেল ২৪ ঘন্টায় এ ভাইরাসে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৩৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭-এ। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ।

বঙ্গবন্ধুর জন্মদিনে বিশেষ টিকা ক্যাম্পেইন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে শুরু হয়েছে বিশেষ টিকাদান কার্যক্রম, চলবে ৩১শে মার্চ পর্যন্ত। এ কার্যক্রমের আওতায় সব স্থায়ী টিকাদান কেন্দ্র থেকে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকা দেওয়া হচ্ছে।

এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় সারাদেশে তিন কোটির বেশিই মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১২ বছরের বেশি যেসব ব্যক্তির প্রথম টিকা নেওয়ার ২৮ দিন অতিবাহিত হয়েছে তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

যেসব ব্যক্তি প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তাদের দুই মাসের ব্যবধানে দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে হবে।

প্রায় শূণ্যের কোটায় ডেঙ্গু রোগী

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি শূন্যের কোটায় নেমেছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে নতুন কোনও ডেঙ্গু রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।

বর্তমানে সারাদেশে মাত্র তিনজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। তিনজনই ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার সারাদেশের সবশেষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অভি/রহমান

## আপনার ডাক্তার

এ পর্বে আজ আমরা আলোচনা করেছি নবজাতকদের রোগব্যাধি নিয়ে। বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক নবজাতকের মৃত্যু হয় যেসব দেশে তার একটি বাংলাদেশ। যদিও পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার কমানোর বৈশ্বিক লক্ষ্য অর্জন করে উন্নয়ন আইকন হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ। তারপরেও দেশে নবজাতকের মৃত্যুর সংখ্যা অনেক বেশি। প্রতিবছর জন্মের পর মারা যায় ৬২ হাজার নবজাতক। এসব শিশুর মৃত্যু হয় জীবনের প্রথম মাসে এবং অর্ধেকই মারা যায় পৃথিবীতে আসার দিনই। জন্মের পরপরই নবজাতকের বেশ কিছু অসুখ বেশি হয়। ছোট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বলে কিছু অসুখে তারা বেশি আক্রান্ত হয়। অনেক অসুখ আবার অল্প যত্নে ভালো হয়ে যায়।নবজাতকের রোগব্যাধি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হন ডাক্তার নাজমুস সাকিব। তিনি কর্মরত চীনের বেইজিংয়ে অবস্থিত পিকিং ইউনিভার্সিটি ফার্স্ট হসপিটালে, শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে। সাক্ষাৎকার নিয়েছেন হাবিবুর রহমান অভি।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn