দেহঘড়ি পর্ব-৩৫-China Radio International
ডায়ালাইসিস কি কিডনি রোগের একমাত্র চিকিৎসা?
এটা একটি সাধারণ ধারণা যে কিডনি রোগে আক্রান্ত হলেই ডায়ালাইসিসের প্রয়োজন হবে। প্রকৃতপক্ষে সবার ডায়ালাইসিসের প্রয়োজন হয় না। কিডনি রোগ একটি ক্রমবর্ধমান রোগ। প্রাথমিক পর্যায়ে এ রোগ নির্ণয় করা গেলে ব্যায়াম, খাদ্য ও ওষুধের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা যায়। এগুলোর মাধ্যমে বেশিরভাগ মানুষ কিডনি রোগের অগ্রগতি ধীর বা বন্ধ করতে পারে এবং স্বাভাবিক জীবন উপভোগ করতে পারে। এ কারণেই দ্রুত কিডনি রোগ নির্ণয় ও চিকিৎসা করা খুব গুরুত্বপূর্ণ। ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন তখনই হয়, যখন কিডনির অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং কিডনি বিকল হয়ে যায়। - রহমান
## আপনার ডাক্তার
দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি নারীদের পুষ্টিহীনতা নিয়ে। নারীর পুষ্টিহীনতা বাংলাদেশে একটি বড় সমস্যা। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ‘বাংলাদেশের নারী ও শিশুস্বাস্থ্য-২০১১’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে বলেছে, এ দেশে মায়েদের এক-তৃতীয়াংশ অপুষ্টির শিকার। উচ্চতার তুলনায় তাঁদের ওজন কম। অন্যদিকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ‘পুষ্টি জরিপ-২০১১’-এর ফলাফলে দেখো যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নারীর পুষ্টিহীনতার দিক থেকে বাংলাদেশের অবস্থান শীর্ষে। জরিপ প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে ৫০ শতাংশের বেশি নারীই পুষ্টিহীনতায় ভুগছেন। ২০১১ সালে পরিচালিত অন্য একটি এক জরিপের ফলে দেখা গেছে, বয়সের তুলনায় খর্বাকৃতির কিশোরীর হার ৩২ শতাংশ, খর্বাকৃতির নারীর হার ৪২ শতাংশ, খাদ্যে কম অনুপুষ্টি উপাদান গ্রহণকারী নারীর হার ৬০ শতাংশ এবং দীর্ঘমেয়াদে শক্তির ঘাটতি আছে এমন নারীর হার ২৫ শতাংশ।
বিষয়টি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হন পুষ্টিবিদ সামিনা জামান কাজরী। তিনি বর্তমানে কর্মরত রয়েছেন নেসলে বাংলাদেশে।
দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।