বাংলা

দেহঘড়ি পর্ব-৩৫-China Radio International

criPublished: 2021-09-17 19:43:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

## ভুলের ভূবনে বাস

কিডনি রোগ সম্পর্কে এসব ভুল ধারণা এখনই ঝেড়ে ফেলুন

কিডনি দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। অথচ এই কিডনির রোগেই বিপুল সংখ্যক মানুষ মারা যায় বিশ্বজুড়ে। হেল্থডেটা’র ওয়েবসাইটের তথ্য বলছে, ২০১৭ সালে প্রাণঘাতি রোগের মধ্যে ১২তম অবস্থানে ছিল কিডনি রোগ, যেখানে ১৯৯০ সালে এর অবস্থান ছিল ১৭তম। ২০১৭ সালে এ রোগে সারা বিশ্বে ১২ লাখ ৩০ হাজার লোক প্রাণ হারায়। এছাড়া কিডনি রোগের কারণে সৃষ্ট হৃদরোগে ওই বছর মারা যায় আরও ১৩ লাক ৬০ হাজার মানুষ। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৭০ কোটি মানুষ এ রোগে আক্রান্ত। এ রোগটি সম্পর্কে মানুষের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা। আজ আমরা কথা বলবো এমন কতগুলো ভুল ধারণা নিয়ে।

কিডনি কি একটি বিরল রোগ?

অনেকের ধারণা কিডনি একটি বিরল রোগ। কিন্তু এটা কতটা সাধারণ রোগ তা জানলে আপনি অবাক হতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি ৭জন প্রাপ্তবয়স্কদের মধ্যে একজন কোনও না কোনও ধরনের কিডনি রোগে আক্রান্ত। জানা প্রয়োজন কী কী বিষয় মানুষকে কিডনি রোগের ঝুঁকিতে ফেলে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি বিকল হওয়ার পারিবারিক ইতিহাস এবং ৬০ বছরের বেশি বয়স কিডনি রোগের প্রধান ঝুঁকির কারণ। এছাড়া যারা আফ্রিকান-আমেরিকান, হিস্পানিক, এশিয়ান, আমেরিকান ইন্ডিয়ান বা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের বাসিন্দা তাদের এ রোগের ঝুঁকি বেশি।

কিডনি রোগ আছে কিনা সেটা কি সহজে জানা যায়?

দুর্ভাগ্যবশত, যাদের কিডনি রোগ আছে তাদের অধিকাংশই জানে না যে তারা এতে আক্রান্ত। এর কারণ হলো কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে অধিকাংশ মানুষের মধ্যে কোনও উপসর্গ থাকে না। কিডনি রোগ জটিল পর্যায়ে না আসা পর্যন্ত লক্ষণগুলো পরিলক্ষিত নাও হতে পারে। আপনার কিডনি রোগ আছে কিনা তা জানার সর্বোত্তম উপায় হল পরীক্ষা করানো। যদি পরীক্ষায় ধরা পড়ে যে আপনি কিডনি রোগে আক্রান্ত, তাহলে এর খারাপ পর্যায়ে পৌঁছানো রোধ করতে আপনি অনেক পদক্ষেপ নিতে পারেন।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn