দেহঘড়ি পর্ব-৩৫-China Radio International
‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, স্বাস্থ্যবিষয়ক ভুল ধারণা নিয়ে আলোচনা ‘ভুলের ভূবনে বাস’ এবং সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’।
## প্রতিবেদন
এবার বিমানবন্দরেই হবে করোনা পরীক্ষা
বিমানবন্দরে গেলেই প্রয়োজন পড়ে করোনা টেস্টের সনদ। করোনা পরীক্ষা করাতে গিয়ে পড়তে হয় দীর্ঘসূত্রিতা আর নানারকম জটিলতায়। তবে এবার বিদেশগামীদের জন্য সুখবর দিলো বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কারণ আর বাইরে নয়, বিমানবন্দরের অভ্যন্তরেই করোনা টেস্ট করা যাবে। ঘণ্টা খানেক সময় লাগবে ফল পেতে ।
গেল বুধবার বাংলাদেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব বসানোর জন্য ৭টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ ৭টি প্রতিষ্ঠানের অন্যতম হলো আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ ও গুলশান ক্লিনিক লিমিটেড।
এই ৭ প্রতিষ্ঠান আগামী ৩ মধ্যে বিমানবন্দরে ল্যাব বসাবে। নমুনা পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৭০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত। - অভি/রহমান
##হেল্থ বুলেটিন
বাংলাদেশে করোনায় মৃত্যু ছাড়ালো ২৭ হাজার
বাংলাদেশে করোনায় মৃত্যু ২৭ হাজার ছাড়িয়ে গেছে। গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১৫ লাখে।
২২ সালে প্রথম ধাপে আসবে ২৪ কোটি টিকা
বাংলাদেশে আসার অপেক্ষায় আছে আরো প্রায় ২৪ কোটি করোনাভাইরাসের টিকা। আগামী বছরের মার্চ-এপ্রিলের দিকে টিকাগুলো দেশে পৌঁছবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী বছরের শুরুর দিকে ৮ কোটি মানুষকে টিকা দিতে চায় সরকার। সে লক্ষ্যেই সরকার কাজ করছে বলেও জানান তিনি।