বাংলা

দেহঘড়ি পর্ব-৩৫-China Radio International

criPublished: 2021-09-17 19:43:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেবে বাংলাদেশ

বারো থেকে ১৭ বছর বয়সীদের করোনাভাইরাসের টিকা কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। গত বুধবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে এক প্রশ্নের জবাবে এ উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ১৮ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ক্রমান্বয়ে দেশের ৮০ শতাংশ মানুষকে করোনা টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ এখনও আছে উল্লেখ করে তিনি বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করা হচ্ছে।

অপ্রাপ্তবয়স্ক বিদেশিদের টিকা দিচ্ছে শাংহাই

চীনের শাংহাই মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ সেখানে অবস্থানকারী অপ্রাপ্তবয়স্ক বিদেশিদের টিকাদান কর্মসূচির আওতায় আনতে যাচ্ছে। টিকা দেওয়ার জন্য গত বুধবার থেকে তাদের নিবন্ধ শুরু হয়েছে। শাংহাইয়ের কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ-সম্পর্কিত দপ্তর মঙ্গলবার ঘোষণা করেছে, ১২ থেকে ১৭ বছর বয়সী যে কোনও বিদেশি নাগরিক টিকার জন্য অনলাইনে নিবন্ধন করতে পারবে।

করোনা টিকা না নিলে মৃত্যু ঝুঁকি ১১ গুণ বেশি

করোনা টিকা না নেওয়া ব্যক্তিদের মৃত্যু ঝুঁকি টিকা গ্রহণকারীদের চেয়ে ১১ গুণ বেশি। হাসপাতালে ভর্তির ঝুঁকি ১০ গুণ এবং সংক্রমিত হওয়ার আশঙ্কা ৪ গুণ বেশি। যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র - সিডিসি’র সমীক্ষায় এ তথ্য জানা গেছে। সিডিসির পরিচালক ডা. রোশেল ভলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের মধ্যে টিকা না নেওয়া ব্যক্তিদের মধ্যে মৃত্যু ও সংক্রমণ বিষয়ে পরিচালিত সমীক্ষায় এ ফলাফল এসেছে। সমীক্ষার তথ্য অনুযায়ী, আগামীতে করোনার তৃতীয় বা বুস্টার ডোজ দরকার হতে পারে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn