দেহঘড়ি পর্ব-৩২-China Radio International
না, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়া না হওয়ার ক্ষেত্রে বয়স কোনও ভূমিকা রাখে না। এমনকি লিঙ্গ ও আর্থ-সামাজিক অবস্থার মতো বিষয়গুলোর কোনও ভূমিকা নেই এক্ষেত্রে। যে কেউ এ রোগে আক্রান্ত হতে পারে। সত্যিকারভাবে যা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায় তা হলো গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বসবাস এবং আগে কখনও ডেঙ্গু জ্বর থাকা।
পেঁপের পাতায় ডেঙ্গুজ্বর নিরাময় হয় কি?
ডেঙ্গুর লক্ষণ নিরাময়ে পেঁপে পাতা ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পেঁপে পাতার ব্যবহার ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের প্লেটলেট কাউন্ট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। তবে মনে রাখতে হবে, এটা সরাসরি ডেঙ্গুজ্বরের ওষুধ হিসাবে কাজ করে না।
নিজের ঘর পরিষ্কার রাখলেই কি ডেঙ্গুজ্বর থেকে পুরোপুরি সুরক্ষিত থাকা যায়?
যদিও নিজের ঘর পরিষ্কার রাখা ডেঙ্গুজ্বর প্রতিরোধের অন্যতম ব্যবস্থা হিসাবে বিবেচিত হয়, তবে এর অর্থ এই নয় যে, এর মাধ্যমে আপনি পুরোপুরি সুরক্ষিত থাকবেন। আপনার আশেপাশে কোথাও যদি এডিস মশার প্রজননস্থল থাকে, তাহলে সেখান থেকে মশা উড়ে গিয়ে আপনাকে কামড়াতে পারে। এই মশা ৪০০ মিটার পর্যন্ত উড়ে যেতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধ কখনও একজন ব্যক্তি বা একটি পরিবারের কাজ নয়; এর জন্য সম্মিলিত সামাজিক প্রচেষ্টা নিতে হয়। - রহমান
দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।