দেহঘড়ি পর্ব-৩২-China Radio International
ডেঙ্গু কি যে কোনও মশার মাধ্যমে ছড়াতে পারে?
না, যে কোনো মশার মাধ্যমে ডেঙ্গু ছড়ায় না। কেবল স্ত্রী এডিস মশার মাধ্যমে এটি ছড়ায়। এই মশা কেবল তখনই মানুষের মধ্যে এ রোগ ছড়াতে পারে যখন মশাটি নিজেই আগে থেকে ডেঙ্গু ভাইরাসে সংক্রমিত। আক্রান্ত এডিস মশা সাধারণত দিনে একাধিক ব্যক্তিকে কামড়ায়।
কম প্লেটলেট কাউন্ট মানেই কি ডেঙ্গু হয়েছে?
কম প্লেটলেট কাউন্ট ডেঙ্গুজ্বরের অন্যতম লক্ষণ। কিন্তু তার অর্থ এই নয় যে, কম প্লেটলেট মানেই ডেঙ্গুজ্বর হয়েছে। হলুদ জ্বর, লেপটোস্পাইরোসিস, চিকুনগুনিয়া, এইচআইভি, স্ক্রাব টাইফাস ইত্যাদিতে হলেও রক্তের প্লেটলেট কাউন্ট কমে যেতে পারে। তবে প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার সঙ্গে যদি জ্বর থাকে তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশ।
ডেঙ্গুজ্বর কী মৃদু ও ক্ষতিহীন?
ডেঙ্গুজ্বর হলে মৃদু থেকে গুরুতর শারীরিক সমস্যা হতে পারে। সময়মতো উপযুক্ত চিকিৎসা নিলে সমস্যাগুলো সাধারণত মৃদু পর্যায়ে থাকে। চিকিৎসা বিলম্বিত হলে তা শ্বাসকষ্ট, লিভারের কার্যকারিতা নষ্ট হওয়া এবং অভ্যন্তরীণ রক্তপাতের মতো জটিলতার কারণ হতে পারে। এর ফলে রোগীর মৃত্যুও হতে পারে।
একবার ডেঙ্গুজ্বর হলে কি সারা জীবনের জন্য রোগপ্রতিরোধ তৈরি হয়?
ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপ আছে, যেগুলো হলো ডেন-১, ২, ৩ ও ৪। কেউ যদি সেরোটাইপ ১-এ সংক্রমিত হন, তাহলে তিনি সারা জীবন এই নির্দিষ্ট সেরোটাইপ থেকে মুক্ত থাকবেন, অন্য তিনটি থেকে নয়। অন্য সেরোটাইপগুলোতে তিনি আক্রান্ত হতে পারেন যে কোনও সময়। পরের বার সংক্রমিত হলে সেটি আগেরবারের চেয়ে বেশি মারাত্মক হয়। গবেষণায় দেখা গেছে, একজন ব্যক্তি তার জীবদ্দশায় চারবার পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হতে পারে।
কেবল শিশু ও বয়স্ক ব্যক্তিরা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়?