বাংলা

দেহঘড়ি পর্ব-৩২-China Radio International

criPublished: 2021-08-27 18:20:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দশ সপ্তাহ পর বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমণের হার ১৫ শতাংশের নিচে নেমেছে। তের দিন ধরে দৈনিক মৃত্যু সংখ্যাও রয়েছে দু’শোর নিচে। গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় করোনায় মারা যায় ১১৪ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬২৭-এ। বুধবার পর্যন্ত বাংলাদেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৭৭ হাজারে।

‘করোনায় বাংলাদেশের ৪ কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত’

করোনাভাইরাস অতিমারির কারণে দীর্ঘ ১৭ মাস ধরে বন্ধ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ৪ কোটিরও বেশি শিক্ষার্থী। মঙ্গলবার জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২০২০ সালের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে। স্কুল বন্ধের ক্ষেত্রে এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সময়। যতো বেশি সময় ধরে শিশুরা স্কুলের বাইরে থাকবে ততোই সহিংসতা, শিশুশ্রম ও বাল্য বিয়ের ঝুঁকি বাড়বে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এতে শিশুদের স্কুলে ফিরে আসার সম্ভাবনা কমে যাবে।

ফাইজারের আরও ১০ লক্ষ ডোজ আসছে ৩০ আগস্ট

কোভ্যাক্স উদ্যোগের আওতায় ফাইজারের আরও ১০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা পাচ্ছে বাংলাদেশ। এ টিকা বাংলাদেশে পৌঁছবে আগামী সোমবার। আমেরিকার দেওয়া উপহারের এ টিকা কাতার এয়ারওয়েজের মাধ্যমে ওই দিন সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

মাতৃদুগ্ধ পানে সহায়তায় বিশ্বে প্রথম বাংলাদেশ

শিশুকে বুকের দুধ খাওয়াতে মায়েদের সহায়তার ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ (ডব্লিউবিটিআই) গত সোমবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। এ জন্য ‘সবুজ জাতি’র মর্যাদাও লাভ করেছে বাংলাদেশ। প্রতিবেদন বলা হয়, ৯১ দশমিক ৫ স্কোর নিয়ে শিশুদের বুকের দুধ খাওয়াতে মায়েদের সহায়তা করার তালিকায় বিশ্বের ৯৮টি দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। নবজাতক ও ছোট শিশুর খাবারের বিষয়ে নীতিমালা প্রণয়ন ও কার্যক্রম বাস্তবায়নের ওপর ভিত্তি করে বাংলাদেশ এ স্কোর অর্জন করেছে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn