বাংলা

দেহঘড়ি পর্ব-৩২-China Radio International

criPublished: 2021-08-27 18:20:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্ব আমরা সাজিয়েছি স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, খাদ্যের গুণাগুণ নিয়ে আলোচনা ‘কী খাবো, কী খাবো না’ এবং সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ ।

## প্রতিবেদন

প্রথম ডোজ টিকার প্রায় সবটাই এখন সিনোফার্মের

বাংলাদেশে প্রথমবারের মতো এখন যারা টিকা নিচ্ছেন, তাদের অধিকাংশকেই দেওয়া হচ্ছে চীনের টিকা। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, গেল কয়েকদিন ধরে চলমান টিকাদান কার্যক্রম অনেকটাই নির্ভর করছে মূলত চীন উৎপাদিত টিকার উপর।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. মিজানুর রহমান চীন আন্তর্জাতিক বেতারকে বলেন, সবশেষ ২৬ আগস্ট সারাদেশে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৮৫ হাজার মানুষ। এর মধ্যে ২ লাখ ৭১ হাজারই পেয়েছেন সিনোফার্মের টিকা। সে হিসেবে নিবন্ধন করা প্রায় ৯৪ শতাংশই নিয়েছেন চীনা টিকা। এর আগের দিনগুলোতে সিনোফার্মের টিকা পাওয়ার হার ছিলো ৯৬ থেকে ৯৯ শতাংশ।

ডা. মিজান বলেন, ‘দেশে প্রথম ডোজের টিকা কার্যক্রম প্রায় শতভাগ নির্ভর করছে চীন উৎপাদিত টিকার উপর।

এদিকে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে গণটিকার ২য় ডোজ শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর । কয়েক দিনের মধ্যে আসবে আরও টিকা । ডা. মিজান আশা করেন, দ্বিতীয় ডোজের কার্যক্রম অব্যাহত রাখতে এবার আর কোনও জটিলতা তৈরি হবে না।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল ১ দিনে সারাদেশে টিকা নিয়েছেন প্রায় ৫ লাখ ১৪ হাজার মানুষ। আর এ পর্যন্ত টিকার আওতায় এসেছেন ২ কোটি ৫২ লাখ ৫৮ হাজার মানুষ। এ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধন করেছেন ৩ কোটি ৬৩ লাখেরও বেশি মানুষ আর পাসপোর্ট দিয়ে নিবন্ধন করেছেন প্রায় ৪ লাখ ২২ হজার। - অভি/রহমান

##হেল্‌থ বুলেটিন

বাংলাদেশে করোনা-সংক্রমণে হার নামলো ১৫ শতাংশের নিচে

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn