দেহঘড়ি পর্ব-৩২-China Radio International
উপহার হিসেবে ইথিওপিয়াকে আরও ৩ লাখ ডোজ করোনার টিকা দিল চীন
উপহার হিসেবে ইথিওপিয়াকে আরও ৩ লাখ ডোজ করোনার টিকা উপহার দিয়েছে চীন। গত সোমবার চীনের উপহারের এই টিকা গ্রহণ করেন ইথিওপিয়ার স্বাস্থ্যমন্ত্রী লিয়া টেডেসে এবং দেশটির শিক্ষামন্ত্রী গেতাহুন মেকুরিয়া। এসময় ইথিওপিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাও চিওয়ান উপস্থিত ছিলেন। এ নিয়ে এ পর্যন্ত ইথিওপিয়াকে মোট ১৩ লাখ ডোজ করোনার টিকা উপহার দিল চীন।
শিল্প-কারখানার শ্রমিকদের দ্রুত টিকা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
শিল্প-কারখানার শ্রমিকদের দ্রুত টিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
## আপনার ডাক্তার
দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ নিয়ে। ডিমেনশিয়া মস্তিষ্কের এক ধরনের রোগ, যার ফলে রোগী কিছুই মনে রাখতে পারে না। বিশ্বজুড়ে এ রোগের ভয়াবহতা বাড়ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আলঝেইমার সোসাইটি বলছে, বাংলাদেশে ২০১৫ সালে ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো পাঁচ লাখ, যা আগামী ২০৩০ সাল নাগাদ বেড়ে নয় লাখে এবং ২০৫০ সাল নাগাদ ২২ লাখে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। দিন দিন এ রোগের প্রকোপ বেড়ে চললেও প্রতিকারের ব্যবস্থা অপ্রতুল। এ রোগের নানা দিক নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিওরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শফিকুল ইসলাম।
## ভুলের ভূবনে বাস
ডেঙ্গুজ্বর সম্পর্কে এতো ভুল ধারণা!
ডেঙ্গুজ্বর একটি মশাবাহিত ভাইরাল রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এ মশার কামড়ের পর ৪ থেকে ৭ দিনের মাথায় মৃদু থেকে গুরুতর ডেঙ্গুজ্বরের লক্ষণ দেখা দেয়। ডেঙ্গুজ্বরের মৃদু লক্ষণগুলোর মধ্যে রয়েছে পেশী ও অস্থিসন্ধিগুলোতে ব্যথা, উচ্চমাত্রার জ্বর, বমি, শরীরের ফুসকুড়ি, তীব্র মাথাব্যথা, চোখের পিছনে ব্যথা, ইত্যাদি। উপযুক্ত চিকিৎসা না নিলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়ে এবং রক্তের প্লেটলেট কমে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর পর্যন্ত হতে পারে। ডেঙ্গুজ্বর নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে মানুষের মধ্যে, যা কখনও কখনও পরিস্থিতি খারাপ করে দিতে পারে। আজ আমরা আলোচনা করবো এমন কতগুলো ভুল ধারণা নিয়ে।