দেহঘড়ি পর্ব-২৯-China Radio International
বাইরের খাবার এড়িয়ে চলুন: বর্ষায় শিশুকে বাইরের খাবার খাওয়াবেন না। কারণ খোলা খাবারে কলেরা ও টাইফয়েডের জীবাণু থাকতে পারে। শিশুকে তাই সব সময় টাটকা ও গরম খাবার খাওয়ান।
ফুটানো পানি খাওয়ান: পানিবাহিত রোগগুলো থেকে বাঁচাতে বিশুদ্ধ পানি পান করাতে হবে শিশুকে। পানি ফুটিয়ে ঠাণ্ডা করে খাওয়ালে সবচেয়ে ভালো।
শরীর ঢেকে রাখুন: মশার হাত থেকে বাঁচাতে শিশুকে এমন কাপড় পরান যেন তার পুরো শরীর ঢেকে থাকে। এ সময় সুতির পোশাক পরাতে হবে শিশুকে। এছাড়া শিশুর পা সব সময় শুকনো রাখতে হবে এবং ঘরের ভেতরেও স্লিপার পরে সেটা নিশ্চিত করতে হবে। দিনে কিংবা রাতে যখনই শিশু ঘুমাক, তাকে মশারির মধ্যে রাখতে হবে। - রহমান
দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।