দেহঘড়ি পর্ব-২৯-China Radio International
‘দেহঘড়ি’র এ পর্ব আমরা সাজিয়েছি স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, খাদ্যের গুণাগুণ নিয়ে আলোচনা ‘কী খাবো, কী খাবো না’ সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং ‘মৌসুমী স্বাস্থ্য পরামর্শ’ দিয়ে।
## প্রতিবেদন
চীনের সঙ্গে যৌথ-টিকা উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ
চীনের সিনোফার্মের সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের পর দু’মাসের মধ্যেই টিকা উৎপাদন শুরু করা যাবে বলে আশা করছে উভয় পক্ষ।
সম্প্রতি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের টিকা উৎপাদনে দু’দেশের সহযোগিতার বিষয়টি জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি জানান, এ বিষয়ে আলোচনার পর চীনা রাষ্ট্রদূত যৌথ-টিকা উৎপাদনের সমঝোতা স্মারক পাঠিয়েছেন। সেটি স্বাস্থ্যমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় সম্মতি দিলে বাংলাদেশ সরকার, সিনোফার্ম ও দেশীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে।
টিকা উৎপাদনে সক্ষমতা যাচাইয়ের পরীক্ষায় স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ নম্বর পায় ইনসেপ্টা।
উৎপাদনের প্রক্রিয়ায় চীন থেকে তৈরি কাঁচামাল এনে দেশে পরবর্তী ধাপগুলো সম্পন্ন হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইনসেপ্টা বাল্ক আনবে। এরপর স্থানীয়ভাবে বোতলজাতকরণ, লেবেলিং ও ফিনিশিং এসব করবে।”
আব্দুল মোমেন জানান চীনের সিনোফার্মের কাছ থেকে টিকা কেনা শুরুর পর এক মাসে ৭০ লাখ টিকা এসেছে বাংলাদেশে। এছাড়া চীন সরকারের উপহার হিসেবেও এসেছে ১১ লাখ ডোজ টিকা।
পর্যায়ক্রমে আরও টিকা আসবে এবং সিনোফার্ম বাংলাদেশকে নিরবচ্ছিন্নভাবে টিকা দেওয়ার আশ্বাসও দিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।