বাংলা

দেহঘড়ি পর্ব-২৮-China Radio International

criPublished: 2021-07-30 19:24:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ৪৬ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ সিনোফার্ম টিকার প্রথম ডোজ নিয়েছেন এবং উভয় ডোজ নিয়েছেন ১২ লাখ ৯০ হাজারেরও বেশি মানুষ। এই বিশাল সংখ্যক মানুষ সিনোফার্মের টিকা নেওয়ার পর এখন পর্যন্ত শ্রীলঙ্কায় কোনও বড় ধরনের পার্শ্ব-প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। তানজিদ/রহমান

##হেল্‌থ বুলেটিন

দ্বিতীয়-তৃতীয় সন্তানের জন্য প্রণোদনা চীনের সিচুয়ানে

চীনের সিচুয়ান প্রদেশের পানজিহুয়া পৌরসরকার সেখানকার বাসিন্দাদের দ্বিতীয় কিংবা তৃতীয় সন্তান জন্মদানের জন্য প্রণোদনা ঘোষণা করেছে। বুধবার দেওয়া এ ঘোষণায় বলা হয়েছে, ২০২১ সালের ২১ জুনের পর জন্ম নেওয়া দ্বিতীয় কিংবা তৃতীয় শিশুর জন্য মাসে ৫০০ ইউয়ান ভাতা পাবে তার পরিবার। শিশুটির বয়স তিন বছর হওয়া পর্যন্ত এ ভাতা অব্যাহত থাকবে।

টিকার আওতায় বাংলাদেশের ১ কোটি ২৬ লাখ মানুষ

ফেব্রুয়ারিতে বাংলাদেশে গণটিকাদান কর্মসূচি শুরুর পর এ পর্যন্ত টিকা নিয়েছেন প্রায় ১ কোটি ২৬ লাখ মানুষ। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৮২ লাখ ৭০ হাজার আর উভয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ২২ হাজার ব্যক্তি। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেওয়া হয়েছে ১ কোটি ১ লাখ ১৮ হাজার ডোজ, চীনের সিনোফার্মের টিকা ১৮ লাখ ৭৮ হাজার ডোজ, ফাইজার-বায়োএনটেকের টিকা ৫০ হাজার ৫২৩ ডোজ আর মডার্নার টিকা ৫ লাখ ৪৫ হাজার ৪৫৩ ডোজ।

করোনা টিকা সরবরাহে সিনোভেক-ইউনিসেফ চুক্তি

চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভেক বায়োটেকের সঙ্গে করোনা টিকা সরবরাহে চুক্তি করেছে জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল-ইউনিসেফ। সোমবার স্বাক্ষরিত ওই চুক্তি অনুযায়ী ইউনিসেফ ২০২১ সালের মধ্যে সিনোভেকের কাছ থেকে ২০ কোটি ডোজ টিকা পাবে। সুবিধাভোগী দেশগুলোর চাহিদার ভিত্তিতে আসছে আগস্ট থেকে এই টিকা সরবরাহ শুরু করবে চীনা প্রতিষ্ঠানটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত জুনে জরুরি ব্যবহারের জন্য সিনোভেকের টিকা অনুমোদন দেয়।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn