বাংলা

দেহঘড়ি পর্ব-২৮-China Radio International

criPublished: 2021-07-30 19:24:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্ব আমরা সাজিয়েছি স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, খাদ্যের গুণাগুণ নিয়ে আলোচনা ‘কী খাবো, কী খাবো না’ এবং সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ দিয়ে।

## প্রতিবেদন

শ্রীলঙ্কার গবেষণা: ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর সিনোফার্মের টিকা

করোনারভাইরাসের সবচেয়ে ভয়ংকর ধরন ডেল্টার বিরুদ্ধে সিনোফার্মের টিকা অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে। সিনোফার্মের দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের শরীরে অন্টিবডি তৈরি করে ডেল্টার বিরুদ্ধে লড়াইয়ে বড় সফলতার কথা উঠেছে এসেছে শ্রীলঙ্কায় পরিচালিত এক গবেষণায়। দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় শ্রী জয়াবর্ধনপুরা বিশ্ববিদ্যালয় ওই গবেষণা চালায়। করোনার সবচেয়ে ভয়ঙ্কর ধরন হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ডেল্টা ভ্যারিয়েন্টেকে। ভারতের পর বর্তমানে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে তাণ্ডব চালাচ্ছে করোনার এই ধরন।

ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই টিকা অত্যান্ত শক্তিশালী। সাধারণ প্রাকৃতিক সংক্রমণগুলোর ক্ষেত্রে শরীর যেমন অ্যান্টিবডি তৈরি করে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে, ডেল্টার ক্ষেত্রেও সিনোফার্মের টিকা একই রকম অ্যান্টিবডি তৈরি করে।

ওই গবেষণা দলে ছিলেন বিশ্ববিদ্যালয়টির ইমুউনোলজি অ্যান্ড মলিকিউলার বিভাগের প্রধান নীলিকা মালাভিক, গবেষক ডাক্তার চান্দিকা জীওয়ান্দারা, এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক গ্রাহাম ওগ ও আলেন টাউনসেন্ড।

অধ্যাপক নীলিকা মালাভিক জানান, ২০ থেকে ৪০ বছর বয়সী মানুষের মধ্যে ৯৮ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী মানুষের শরীরে ৯৩ শতাংশ অ্যান্টিবডি তৈরি করছে সিনোফার্মের টিকা।

ওই গবেষণায় দেখা যায়, যারা সিনোফার্ম টিকার দুটো ডোজ নিয়েছেন তাদের মধ্যে ৯৫ শতাংশ মানুষের শরীরে করোনা থেকে সুস্থ হওয়া মানুষের মতো একই অ্যান্টিবডি তৈরি হয়েছে। আর ভ্যাকসিনের দুটো ডোজ-প্রাপ্তদের মধ্যে ৮১.২৫ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি নিউট্রালাইজ করতে সক্ষম সিনোফার্মের এই টিকা।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn