দেহঘড়ি পর্ব-২৭-China Radio International
ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমাতে কি কিছুই করণীয় নেই!
কেউ কেউ মনে করেন, ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমানো বাড়ানোর ক্ষেত্রে ব্যক্তির কোনও হাত নেই। এটা একেবারে ভুল। কেবল ধূমপান ত্যাগ করলেই ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি অনেক কমে। অন্যান্য ফ্যাক্টরও এ ক্যান্সারের ঝুঁকি কমা বা বাড়ার জন্য দায়ী। কোনও কোনও পেশার কারণে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। গবেষণায় দেখা গেছে, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত পুরুষ রোগীদের মধ্যে ১৩ থেকে ২৯ শতাংশ আক্রান্ত হয় পেশার কারণে। অন্যদিকে স্বাস্থ্যকর খাবারও নিয়মিত ব্যায়াম এ রোগের ঝুঁকি কমাতে পারে।
ফুসফুসের ক্যান্সার কি কেবল বয়স্কদের রোগ!
বেশিরভাগ মানুষই মনে করে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয় কেবল বয়স্ক মানুষ। বাস্তবতা হলো অল্পবয়স্ক এমনকি শিশুরাও এ রোগে আক্রান্ত হতে পারে। ব্রোঙ্কিলোয়ালভালার ক্যান্সার (bronchioloalveolar) নামের এক ধরনের ফুসফুসের ক্যান্সারে বর্তমানে বেশি হারে আক্রান্ত হচ্ছে কেবল কম বয়স্ক অধূমপায়ী নারীরা। - রহমান
## আপনার ডাক্তার
আজ আমরা কথা বলেছি ডেঙ্গুজ্বর নিয়ে। বাংলাদেশে করোনা-ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু যখন গুরুতর আকার ধারণ করেছে ঠিক তখনই ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে অনেক রোগী ভর্তি রয়েছেন। ইতোমধ্যে কয়েকজনের মৃত্যুও হয়েছে ডেঙ্গুজ্বরে।
ডেঙ্গুজ্বর একটি এডিস মশাবাহিত ভাইরাসজনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে এ রোগ ছড়ায়। কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষরী রূপ নিতে পারে, যাকে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলা হয়। এর ফলে রক্তপাত হয়, রক্ত অনুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত-প্লাজমার নিঃসরণ ঘটে। ফলে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এ রোগ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হেমাটোলজি বিশেষজ্ঞ ডা. গুলজার হোসেন উজ্জল। তিনি কাজ করছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে।
দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।