দেহঘড়ি পর্ব-২৭-China Radio International
‘দেহঘড়ি’র এ পর্ব আমরা সাজিয়েছি স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, স্বাস্থ্য বিষয়ক ভুল ধারণা নিয়ে আলোচনা ‘ভুলের ভূবনে বাস’ এবং সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ দিয়ে।
## সুখবর
বিশ্বের প্রথম স্পন্দনরত হৃদযন্ত্রের প্রতিস্থাপন হলো চীনে, চিকিৎসাবিজ্ঞানে নতুন মাইলফলক
বিশ্বে এই প্রথমবারের মতো সফল প্রতিস্থাপন হলো স্পন্দনরত হৃদযন্ত্রের। চীনের কুয়াংতুং প্রদেশের কুয়াংচৌ শহরে অবস্থিত সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয় হাসপাতালে এ অপারেশনটি হয় ৬৭ বছর বয়স্ক এক ব্যক্তির উপর। অপারেশন চলাকালীন এটি দান করা হয় এবং দান করার সময় থেকে প্রতিস্থাপনের সময় পর্যন্ত হৃদযন্ত্রটির স্পন্দন ও রক্তপ্রবাহ স্বাভাবিক ছিল।
গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপ-প্রধান হ্য সিয়াওশুন (He Xiaoshun) এ তথ্য জানান। ওইদিনই ফং নামের ওই রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
হ্য সিয়াওশুন জানান, অপারেশনটি ২৬ জুন হয়। বর্তমানে ওই ব্যক্তি সুস্থ আছেন। তার ঠিকমতো ক্ষুধা ও ঘুম হচ্ছে, শারিরীক চলাচলের ক্ষমতা উন্নত হচ্ছে এবং তার অন্যান্য অঙ্গও সেরে উঠছে।
সাধারণ হৃদযন্ত্র প্রতিস্থাপন অপারেশনে দাতার শরীর থেকে সেটি গ্রহণ করে শীতল অবস্থায় রাখা হয়। তখন এটার স্পন্দন বন্ধ থাকে। তারপর গ্রহীতার দেহে সংযোজন করা হয়। কিন্তু এ ধরনের প্রতিস্থাপন প্রক্রিয়ায় অঙ্গের ভিতর রক্ত প্রবাহ থাকে না বলে তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা খুব বেশি থাকে। সাধারণত, ৬ ঘন্টার বেশি রক্ত প্রবাহ না থাকলে হৃদযন্ত্রের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়।
হ্য সিয়াওশুন মনে করেন, স্পন্দন ও রক্ত প্রবাহ চলছে এমন অবস্থায় যদি হৃদযন্ত্র প্রতিস্থাপন করা যায় তাহলে এর কার্যকারিতা অনেক ভালো হবে। এতে অনেক রোগীর উপকার হবে এবং তার জীবনকালও বাড়বে।