দেহঘড়ি পর্ব-২৭-China Radio International
চীনা ওধুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের কাছ থেকে কেনা ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। দুই চালানে এসেছে এই টিকা। এ নিয়ে চীনের কাছ থেকে কেনা মোট টিকার ৪০ লাখ ডোজ টিকা দেশে এলো। শনিবার রাত সাড়ে ১১ টা ও রাত ৩টায় আলাদা দুইটি উড়োজাহাজে এই টিকা দেশে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডাইরেক্টর ড. শামসুল হক।
করোনায় মৃতের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়েছে
বিশ্ব জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত এই মরণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় সোয়া ১৯ কোটি মানুষ আর করোনা থেকে সুস্থ হয়েছে সাড়ে ১৭ কোটিরও বেশি মানুষ। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সে এই তথ্য জানা গেছে।
করোনার বিধিনিষেধ তুলে নিলো যুক্তরাজ্য
করোনা মহামারীর সময় আরোপিত সব বিধিনিষেধ তুলে নিয়েছে যুক্তরাজ্য। সোমবার এক ঘোষণার মাধ্যমে এ বিধিনিষেধ তুলে নেয় সে দেশের সরকার। ঘোষণায় সামাজিক দূরত্বের মতো বিষয়টিও তুলে দেওয়া হয়েছে। যুক্তরাজ্য সরকারের হঠাৎ করে নেওয়া এসব সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিরোধী দলের সদস্যরা।
চীনের সহযোগিতায় ১০ লাখ করোনাভাইরাসের টিকা উৎপাদিত হলো মিশরে
চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ১০ লাখ করোনাভাইরাসের টিকা উৎপাদনের মাইলফলকে পৌঁছলো মিশর। এ উপলক্ষে রোবাবার মিশরের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর আলামিনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন মিশর সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরি।
নিবন্ধন ছাড়াই পোশাকশ্রমিকদের টিকাদান শুরু
নিবন্ধন ছাড়াই পোশাকশ্রমিকদের টিকাদান কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ। রোববার সকাল থেকে গাজীপুর জেলায় অবস্থিত চারটি পোশাক তৈরি কারখানার শ্রমিকদের করোনার প্রতিষেধক টিকাদান শুরু হয়েছে। পোশাকশ্রমিকদের দ্রুত টিকার আওতায় আনতে নিবন্ধন ছাড়া এই টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। - তানজিদ/রহমান