দেহঘড়ি পর্ব-২৭-China Radio International
## ভুলের ভূবনে বাস
প্রতিরোধ করা যায় ফুসফুসের ক্যান্সারও
ফুসফুস মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। তবে এ ফুসফুসেতে বাসা বাঁধতে পারে ক্যান্সারসহ নানা জটিল রোগব্যাধি, যা জীবন পর্যন্ত কেড়ে নেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে ফুসফুসের ক্যান্সার মারাত্মক অবস্থায় পৌঁছেছে। যেসব ক্যান্সারে মানুষ বর্তমানে আক্রান্ত হচ্ছে, তার মধ্যে অন্যতম হলো ফুসফুসের ক্যান্সার। তবে এই ক্যান্সার নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা। আসুন জেনে নেই ফুসফুসের ক্যান্সার নিয়ে মানুষের সাধারণ ভুলগুলো সম্পর্কে:
ফুসফুসের ক্যান্সার কি কেবল ধূমপায়ীদের হয়?
মানুষের মধ্যে এমন ধারণা রয়েছে যে, কেবল ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার হয়! এটা একেবারে ভুল। হ্যাঁ ফুসফুসের ক্যান্সারের একটি বড় কারণ ধূমপান। এবং বিভিন্ন জরিপে দেখা গেছে, ফুসফুসের ক্যান্সারে আক্রান্তদের বেশিরভাগেই এক সময় ধূমপায়ী ছিল। তবে ধূমপান ফুসফুসের ক্যান্সারের একমাত্র কারণ নয়। জরিপের ফল বলছে, ফুসফুসের ক্যান্সারে যারা আক্রান্ত তাদের ১০ শতাংশ এবং নারী রোগীদের ২০ শতাংশ জীবনে কখনও ধূমপান করেনি।
ফুসফুসের ক্যান্সারের চেয়ে কি স্তন ক্যান্সার ভয়াবহ?
অনেকের ধারণা ফুসফুসের ক্যান্সারের চেয়ে স্তন ক্যান্সারের পরিস্থিতি বেশি ভয়াবহ এবং ফুসফুসের ক্যান্সারের চেয়ে স্তন ক্যান্সারে বেশি নারী মারা যায় প্রতিবছর। তবে জরিপের তথ্য-উপাত্ত বলছে, ফুসফুসের ক্যান্সারের যত মানুষ আক্রান্ত হয়, তার অর্ধেকই নারী। এবং যে কোনও ক্যান্সারের চেয়ে ফুসফুসের ক্যান্সারে বেশি নারী মারা যায়। ২০০৫ সালের এক উপাত্তে দেখা যায়, ওই বছর ফুসফুসের ক্যান্সারে মারা যায় ৬৯ হাজার ৭৯ জন নারী, যেখানে স্তন ক্যান্সারে মারা যায় ৪১ হাজার ১১৬ জন।