বাংলা

দেহঘড়ি পর্ব-২৭-China Radio International

criPublished: 2021-07-23 18:22:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নতুন এই পদ্ধতির অপারেশনের মধ্য দিয়ে হৃদযন্ত্র প্রতিস্থাপন প্রযুক্তি শীতল প্রতিস্থাপন যুগ থেকে উষ্ণ প্রতিস্থাপন যুগে প্রবেশ করলো এবং এটা অন্যান্য হৃদযন্ত্র প্রতিস্থাপন পদ্ধতি উন্নয়নে সহায়ক হবে। হ্য সিয়াওশুন ও তার চিকিৎসক দল এর আগে একইভাবে ২০১৭ সালে যকৃত এবং ২০১৮ সালে কিডনি প্রতিস্থাপনেও সফল হয়েছিল।

চীনের জাতীয় অঙ্গদান ও প্রতিস্থাপন কমিটির চেয়ারম্যান হুয়াং চিয়েফু এক ভিডিও বার্তায় বলেছেন, হ্য সিয়াওশুন ও তার চিকিৎসক দলের এই অপারেশনের মধ্য দিয়ে স্পন্দনরত ও রক্তপ্রবাহমান হৃদযন্ত্র প্রতিস্থাপন প্রযুক্তি পরিপক্ক হয়েছে।

হার্ভার্ড মেডিকেল স্কুলের সার্জারির অধ্যাপক এবং ব্রাইহাম অ্যান্ড উইমেন হসপিটালের প্রতিস্থাপন সার্জারি বিভাগের প্রধান স্টিফান টুলিয়ুস বলেন, “এই সাফল্যকে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে একটি বিশাল মাইল ফলক বলে মনে করি আমি। এই দৃষ্টিভঙ্গি প্রতিস্থাপনযোগ অঙ্গের মান বৃদ্ধি করবে। এর ফলে প্রতিস্থাপনযোগ্য অঙ্গের সংখ্যা বাড়বে এবং বিজ্ঞানের ভিত্তিতে আমাদের এটা বোঝার সুযোগ সৃষ্টি হবে যে, রক্তচলাচল বন্ধ হয়ে যাওয়া কিভাবে রোগপ্রতিরোধ প্রতিক্রিয়ার ওপর প্রভাব ফেলছে।”- রহমান

##হেল্‌থ বুলেটিন

সবাই যেন ভ্যাকসিন পায় সে লক্ষ্য নিয়ে কাজ করছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের কোনো মানুষ যেন করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়া থেকে বাদ না যায় সে বিষয়ে নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। রোববার মন্ত্রণালয় বিভাগসমুহের ৮ম বার্ষিক কর্ম-সম্পাদনা চুক্তি-এপিএ স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, সবাই যেন ভ্যাকসিন পায় সে লক্ষ্য নিয়েই পরিকল্পনা নিয়েছে সরকার।

সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা পৌঁছেছে বাংলাদেশে

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn