দেহঘড়ি পর্ব-২৬-China Radio International
ক্ষত সারায়: দারুচিনি পৃথিবীর সেরা সাতটি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। তাই শরীরের বিভিন্ন অংশের ক্ষত সারিয়ে তুলতে এই ভেষজ খুবই কার্যকর। - রহমান
## আপনার ডাক্তার
আজ আমরা কথা বলেছি স্তন টিউমার নিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব বলছে, বাংলাদেশে প্রতি বছর ১৫ হাজারেরও বেশি মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে শতকরা ৯৮ শতাংশের বেশি নারী। বেশিরভাগ স্তন ক্যান্সারের প্রাথমিক পর্ায় হলো স্তন টিউমার। টিউমার অবস্থায় এটা চিহ্নিত করা গেলে এবং প্রয়োজনীয় চিকিৎসা নিলে ক্যান্সারের হাত থেকে বাঁচা যায়। এ রোগ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হন বিশেষজ্ঞ শল্যচিকিৎসক মো. আরিফ হোসেন। ডা. মো. আরিফ হোসেন, কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি)। তিনি শল্যচিকিৎসায় এফসিপিএস ডিগ্রিধারী।
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।