দেহঘড়ি পর্ব-২৬-China Radio International
##হেল্থ বুলেটিন
আট দিনের জন্য বিধিনিষেধ শিথিল বাংলাদেশে
ঈদের আগে দেশের অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার উদ্দেশ্যে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউন শিথিল করেছে সরকার। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
তবে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত আবারও বিধিনিষেধ আরোপ করা হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ-পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা, অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, ঈদ উদযাপন ও জনগণের যাতায়াতের বিষয়টি মাথায় রেখে ঈদের আগে ও পরে আট দিনের জন্য বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
বিদেশগামী শিক্ষার্থীদের টিকার নিবন্ধনের আবেদন জমা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার অপেক্ষায় রয়েছেন এমন শিক্ষার্থীদের কোভিড-১৯-এর টিকা নেওয়ার নিবন্ধনের আবেদন জমা নেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়।
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে। আর করোনা থেকে সুস্থ হয়েছে সোয়া ১৭ কোটিরও বেশি মানুষ। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ১৯ কোটি মানুষ। বৃহস্পতিবার পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সে এই তথ্য পাওয়া গেছে।
সবচেয়ে বেশি করোনা শনাক্ত হওয়া দেশের তালিকায় এক নম্বরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। তালিকায় দুই ও তিন নম্বরে রয়েছে ভারত ও ব্রাজিল। এই তালিকায় বর্তমানে ২৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।