বাংলা

দেহঘড়ি পর্ব-২৬-China Radio International

criPublished: 2021-07-16 19:23:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে রয়েছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, খাদ্যের গুণাগুণ নিয়ে আলোচনা ‘কী খাবো, কী খাবো না’ এবং সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ ।

## প্রতিবেদন

চীন ও যুক্তরাষ্ট্রের টিকা দিয়ে বাংলাদেশে গণটিকাদান শুরু

চীনের সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের মর্ডানা টিকা দিয়ে বাংলাদেশে আবারও শুরু হলো গণটিকাদান কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন সব মিলিয়ে ৫৮ লাখের বেশি টিকার ডোজ মজুত আছে। পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হচ্ছে।

করোনাভাইরাসের তৃতীয় ধাক্কায় বাংলাদেশে সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা দুটোই বাড়ছে। এ পরিস্থিতিতে চীনের সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের মর্ডানার টিকা দিয়ে বড় পরিসরে শুরু হলো গণটিকাদান কর্মসূচি।

টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্সের সদস্য সচিব ডা. শামসুল হক জানান, 'দেশে এই মুহূর্তে সিনোফার্মের ৩১ লাখ ডোজ টিকা মজুত আছে, এসব টিকা দিয়েই ১২ জুলাই থেকে জেলা উপজেলা পর্যায়ে গণটিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে।'

অন্যদিকে বাংলাদেশের সব ক'টি সিটি কর্পোরেশন এলাকায় ১৩ জুলাই থেকে দেওয়া হচ্ছে মডার্নার টিকা।

ডা. শামসুল হক গণমাধ্যমকে বলেন, সামনে মাসে আরও টিকা আসবে, যেগুলো দিয়ে পর্যায়ক্রমে সব মানুষকেই টিকার আওতায় আনা হবে।

এবারের ধাপে দিনে কত মানুষকে টিকা দেওয়া হবে জানতে চাইলে ডা. শামসুল হক বলেন, 'এবার ক্যাম্প করে দিন-রাত টিকা দেওয়া হবে।’ এর জন্য টিকার সংকট হবে না বলেও জানানা তিনি।

এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে মোট ১ কোটি ৬০ লাখ টিকা এসেছে। এতে সর্বোচ্চ ৮০ লাখ মানুষকে টিকা দেওয়া সম্ভব।

টিকা নেওয়ার বয়সসীমা এখন কমিয়ে ৩৫ বছরে আনা হয়েছে। আগের মতোই সুরক্ষা অ্যাপের মাধ্যমে ৩৫ বছর বা তার বেশি বয়সী যে কোনও বাংলাদেশি নাগরিক নিবন্ধন করতে পারছেন। নিবন্ধনের পর এসএমএস পাঠানো হচ্ছে এবং তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারছেন নিবন্ধনকারীরা। - ঔশি/রহমান

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn