দেহঘড়ি পর্ব-১৭-China Radio International
বাংলাদেশের মাটিতে চীনা টিকা উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা। - অভি/রহমান
##হেল্থ বুলেটিন
বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। গত মঙ্গলবার মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১২ হাজার ৪৫-এ। গত বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ১৪ মাসের মাথায় মৃতের সংখ্যা ১২ হাজার অতিক্রম করলো। অন্যদিকে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৭ হাজারে।
করোনা শনাক্তে সাশ্রয়ী পদ্ধতি আবিষ্কার যবিপ্রবির গবেষকদের
এদিকে করোনা শনাক্তে অর্থ ও সময়সাশ্রয়ী সাইবারগ্রিন পদ্ধতি আবিষ্কার করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এতে প্রতি নমুনা পরীক্ষায় খরচ পড়বে মাত্র ১৪০ টাকা। সময় লাগবে ৯০ মিনিট। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে উপাচার্য ও জিনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসনে নতুন এ উদ্ভাবনের ঘোষণা দেন। - তানজিদ/রহমান
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ছাড়িয়েছে
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৩১ হাজার জনের বেশি মানুষের। আর করোনা থেকে সুস্থ হয়েছে ১৩ কোটি ৮০ লাখ মানুষ। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সে গত বুধবার এই তথ্য জানানো হয়েছে। প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে গত বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণাকরে ডব্লিউএইচও। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত দেশের তালিকায় এক নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে ভারতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা এখনো ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে দেশটিতে একদিনে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে যায়। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় করোনা শনাক্তের এই তালিকায় এখন দুই নম্বরে রয়েছে ভারত। আর তিনে রয়েছে ব্রাজিল। এই তালিকায় ৩৩ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।