বাংলা

দেহঘড়ি পর্ব-১৭-China Radio International

criPublished: 2021-05-13 19:49:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে রয়েছে স্বাস্থ্যখাতের একটি সুখবর, স্বাস্থ্য বুলেটিন, স্বাস্থ্য বিষয়ক ভুল ধারণা নিয়ে আয়োজন ‘ভুলের ভুবনে বাস’, সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’, খাদ্যের গুণাগুণ নিয়ে আলোচনা ‘কি খাব কি খাব না’।

##সুখবর

টিকা উপহার পেয়ে চীনকে আনুষ্ঠানিক ধন্যবাদ বাংলাদেশের

বাংলাদেশকে করোনাভাইরাসের ৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে চীন। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ টিকা গ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষায় থাকার কারণে চীনের টিকার জরুরি অনুমোদন দিতে কিছুটা বিলম্ব হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্ধুত্বের সূত্র ধরে দেশের মাটিতে চীনা টিকা উৎপাদনের সুযোগ চায় বাংলাদেশ।

এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আত্মশুদ্ধির কঠোর সিয়াম সাধনার মাসের শেষপ্রান্তে এ টিকা চীনের পক্ষ থেকে বাংলাদেশি জনগণের জন্য ঈদ উপহার।

লি জিমিং বলেন, বিশ্বব্যাপী চীনা টিকার ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। চীনের অভ্যন্তরেও রয়েছে ব্যাপক চাহিদা। এরপরও অকৃত্রিম বন্ধু বাংলাদেশের টিকা প্রাপ্তির জন্য যারপরনাই প্রচেষ্টা চালিয়ে যাবে চীন।

সংক্ষিপ্ত বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রীও চীন-বাংলাদেশ বন্ধুত্বের নানাদিক তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের মানুষের জন্য আরও অনেক টিকা সরবরাহ করবে চীন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এক ধরনের কৈফিয়ত তুলে ধরেন চীনা টিকার আগমন বিলম্বিত হওয়ার ব্যাপারে। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষায় থাকার কারণেই চীনা টিকার ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হয় বাংলাদেশের।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn