ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের মাধ্যমে সারা বিশ্বে একটা সেতু বন্ধনে আবদ্ধ হবে
আনন্দী:এবার চীন সফরের সময় কি কি ক্ষেত্রে আপনার জানা ও দেখার আগ্রহ বেশি রয়েছে? যেমন চীনের গ্রামাঞ্চলের উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ইত্যাদি।
ফারুক খান: সকল ক্ষেত্রে আগ্রহ আছে আমাদের, কারণ চীনের সার্বিক উন্নয়ন হয়েছে, আপনি যেটা বললেন, প্রথমেই আমি মনে করি চীনের রেলওয়ের উন্নয়ন। এটা যদি আমরা বাংলাদেশে নিতে পারি তাহলে আমাদের যোগাযোগ আরো আধুনিক ও সহজ হবে। এছাড়াও পরিবেশের কথা আপনি বলছেন। আমি আজকে এক সেমিনারে ছিলাম, সেই সেমিনারে বলা হয়েছে যে, চীন আধুনিকায়ন করছে পাশাপাশি তাঁরা পরিবেশ রক্ষাও করছে। আমি প্রশ্ন করেছিলাম যে, পৃথিবীতে সবসময় আধুনিকায়নের সঙ্গে সঙ্গে পরিবেশের একটা বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। কারণ যখন আপনি আধুনিকায়ন করবেন, আপনাকে গাছপালা কাটতে হবে, অনেক ক্ষেত্রে পাহাড়-নদী বাঁধা হবে অর্থাৎ আপনি পরিবেশকে বিরক্ত করছেন। বিষয়টি চীন যেভাবে উন্নয়ন করেছে, তারা কিভাবে পরিবেশের ক্ষতি না করে পরিকল্পনা করেছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে আমাদের অধ্যাপক সাহেব উত্তরে বলেছেন, সমন্বয়ের মাধ্যমে এটা করা হয়েছে।
চীন যখন উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড নিয়ে কাজ করে, তখন তারা মনে করেছে, এখানে উন্নয়ন কর্মকাণ্ড করতে পরিবেশের কী ক্ষতি হতে পারে? এবং প্রযুক্তির মাধ্যমে সে ক্ষতি কীভাবে পূরণ করা যায়।
শুধু বাংলাদেশে নয়, এখন সারা বিশ্বে পরিবেশ একটা বড় সমস্যা। আমি মনে করি যে, যারা অতি দরিদ্র সেখান থেকে চীন প্রায় ১০০ কোটি লোককে বের করে নিয়ে এসেছে।বাংলাদেশে এখন প্রায় ৫ শতাংশ লোক যারা খুবী গরীব। আমরা প্রকল্পগুলি দেখবো, যারা সফলভাবে এ প্রকল্পগুলি হাতে নিয়েছে, যাতে বাংলাদেশও চীনের মতো অতি দারিদ্র্য বিমোচন করতে পারে। ২০৪১ সালের মধ্যে আমরা চীনের মতো একটা আধুনিক দেশ হতে পারবো। প্রেসিডেন্ট সি চিন পিং এবং চীনের কমিউনিস্ট পার্টির উদ্দেশ্য সাধারণ মানুষের উন্নয়ন, বাংলাদেশের বঙ্গবন্ধু জাতীয় পিতা শেখ মুজিবুর রহমান এবং তাঁর কন্যা বাংলাদেশের আওয়ামীলীগের শ্রদ্ধেয় সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য একই সাধারণ মানুষের উন্নয়ন। আমি মনে করি, এবারের সফর থেকে আমরা যে ধারণা নিয়ে যাবো,তার সফল বাস্তবায়ন আমরা বাংলাদেশে করতে পারবো।
আনন্দী: আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ফারুক খান : আপনাকেও ধন্যবাদ।
সাংবাদিক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী, চায়না মিডিয়া গ্রুপ