বাংলা

ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের মাধ্যমে সারা বিশ্বে একটা সেতু বন্ধনে আবদ্ধ হবে

CMGPublished: 2023-06-01 15:13:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে বাংলাদেশের আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল চীনে দশ দিনব্যাপী সফর করছেন।

বৈশ্বিক মহামারী প্রশমনের পর এই প্রথম বাংলাদেশের রাজনৈতিক দলের প্রতিনিধিগণ চীন সফর করলেন। বেইজিং সফরকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দীকে একান্ত একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি চীন সফর এবং দু’দেশের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।

আনন্দী: মহামারীর পর আমন্ত্রণিত আপনি প্রথম বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃত্বে চীন সফর করতে এসেছেন। আপনাদের আগমন চীন ও বাংলাদেশের প্রতি একটা বিশেষ তাৎপর্য রয়েছে। তাই না?

ফারুক খান: আমরা জানি আপনাদের বাংলা বিভাগ বাংলা ভাষাভাষীর জন্য বিভিন্ন অনুষ্ঠানে করে থাকে। বাংলাদেশেও অনেকে এই অনুষ্ঠান দেখে ও শ্রবণ করে। সিএমজি কে সাক্ষাৎকার দিতে পেলে আমি আনন্দিত।

বিশেষ তাৎপর্য আছে এজন্য যে,’কমিউনিস্ট পার্টি অফ চায়না’ আমাদেরকে জানিয়েছে এবারের সফরের বেশকিছু বিশেষত রয়েছে। প্রথমত, করোনার পর এটাই প্রথম কোনো বিদেশী দলের সফর। দ্বিতীয়ত, বাংলাদেশ থেকে এবং অন্য কোনো জায়গা থেকে এটাই সবচেয়ে বড় প্রতিনিধি দল (১৭ জনের)। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, ‘কমিউনিস্ট পার্টি অফ চায়না’ আর আওয়ামীলীগের বন্ধুত্ব ও সমঝোতা অনেক গভীরে এবং সে সঙ্গে আমাদের উভয় দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব কতটা গভীর। এটা একটা উচ্চ প্রমাণ বলে আমি মনে করি।

আনন্দী: এবারের সফরের প্রধান প্রধান কর্মসূচী কী?

ফারুক খান: আমাদের কর্মসূচি মোট দশ দিনের। দশ দিনের মধ্যে তিন দিন বেইজিংয়ে এরপর আমরা নানজিং যাবো, সেখানে আমাদের বিভিন্ন পর্যায়ের মিটিং আছে। তারপর আমরা ইনছুয়ানে যাবো। কমিউনিস্ট সদস্যদের সঙ্গে দেখা করবো, তাঁরা কীভাবে তৃণমূল পর্যায় কাজ করে, সেটা দেখবো। সেখানকার মানুষ কীভাবে বসবাস করেন, সেটাও দেখবো আমরা। অবশ্য এর মাধ্যমে চীনে যে প্রচন্ড উন্নয়ন হয়েছে, আধুনিকায়ন হয়েছে, সেটাও দেখবো।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn