বিজ্ঞান ও প্রযুক্তি নগর--মিয়ানইয়াং
চিউচৌ প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি সিছুয়ান প্রদেশের ইউএভি কন্ট্রোল সিস্টেম গবেষণা ও বিক্রির প্রথম সামরিক ও বেসামরিক সংযুক্তি কোম্পানি। চিউচৌ ও ছাংহং উভয়ে চিউচৌ গোষ্ঠীর অন্তর্ভুক্ত। চিউচৌ কোম্পানি নতুন। তবে কোম্পানির গবেষক ও পরিচালকরা এ ধরণের গবেষণা করছেন প্রায় ২০ বছর ধরে। সাম্প্রতিক বছরগুলোতে চীনে ড্রোন শিল্পের চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে বহু বছরের অভিজ্ঞতা দিয়ে চিউচৌ কোম্পানি নিজেদের সামরিক প্রযুক্তির সাফল্য বেসামরিক প্রযুক্তিতে প্রয়োগ করছে। কোম্পানির পণ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মেলনের নিরাপত্তা সুরক্ষা, ছেংতু শহরের শুয়াংলিউ বিমানবন্দরের সুরক্ষা ও খুনমিংয়ে আয়োজিত চীন-দক্ষিণ এশিয়া মেলার নিরাপত্তা সুরক্ষায় ব্যবহৃত হয়।
চিউচৌ কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার ইয়াং পো মনে করেন, সামরিক ও বেসামরিক প্রযুক্তি একে অপরকে পুষ্টি যোগায়। তিনি আরও বলেন, ‘আমাদের কোম্পানির দু'টি উন্নয়নের দিক আছে। একদিকে আমরা সামরিক সরঞ্জাম উত্পাদন করি; এবং অন্যদিকে আমরা বেসামরিক পণ্যও উত্পাদন করি। এ ছাড়া, আমরা দেশি-বিদেশি বাজারে নিজেদের পণ্য বিক্রি করছি।’
চিউচৌ কোম্পানি'র সামরিক শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞতা আছে। বেসামরিক শিল্প উন্নয়নের পাশাপাশি সামরিক শিল্পে অর্থ সরবরাহ করা হয়। এর মাধ্যমে সামরিক ও বেসামরিক শিল্প ও প্রযুক্তি একে অপরকে পুষ্টি যোগায়।
মিয়ানইয়াং শহরের সিনোভিড জাতীয় উচ্চপ্রযুক্তির প্রতিষ্ঠান। কোম্পানিটি উচ্চপ্রযুক্তির যান্ত্রিক সরঞ্জাম উত্পাদন করে। কোম্পানি'র পণ্যের সম্পূর্ণ স্বাধীন মেধাস্বত্ব রয়েছে। কোম্পানির প্রযুক্তি উচ্চ মানসম্পন্ন। এ ধরণের বেসরকারি প্রতিষ্ঠানের প্রযুক্তি বেসামরিক শিল্পে ব্যবহৃত হয়। কোম্পানির চেয়ারম্যান ইয়ান হুই বলেন, মিয়ানইয়াং শহরে সামরিক ও বেসামরিক শিল্প সংযুক্তি কার্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। কার্যালয় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সামরিক শিল্পে অংশ নেওয়াকে সমর্থন করে। এ সম্পর্কে মিস্টার ইয়ান বলেন,