বিজ্ঞান ও প্রযুক্তি নগর--মিয়ানইয়াং
‘বর্তমানে চীনে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সামরিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা-ব্যবস্থা আছে। মিয়ানইয়াং শহরে আমাদেরকে সহায়তা করার বিশেষ সংস্থা গড়ে উঠেছে।’
সিনোভিড কোম্পানি বিজ্ঞান ও প্রযুক্তি নবায়ন ও উদ্ভাবন প্রতিষ্ঠানও বটে। কোম্পানির ৬০ জনেরও বেশি কর্মী রয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কর্মী। প্রযুক্তির নবায়ন ও উদ্ভাবন কোম্পানির জীবনীশক্তি। এ সম্পর্কে ইয়ান হুই বলেন, ‘মিয়ানইয়াং চীনের একমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি শহর। শহরটির সংশ্লিষ্ট ব্যবস্থা খুবই ভালো। শহরটির কোনো কোনো সামরিক ও বেসামরিক শিল্পকে সংযুক্ত করার বিশেষ নীতি আছে। এ ছাড়া, শহরটি চীনের অন্যান্য অঞ্চলের চেয়ে প্রতিভাবান ব্যক্তিবর্গকে আরো বেশি গুরুত্ব দেয়। সেজন্য আমরা মিয়ানইয়াংয়ে প্রতিষ্ঠান গড়ে তুলেছি।’
কিন্তু সিনোভিড কোম্পানি প্রতিষ্ঠার প্রথম দিকে অনেক কঠিন সময় অতিক্রম করেছে। এ সম্পর্কে মিস্টার ইয়ান বলেন, ‘কোম্পানি প্রতিষ্ঠার প্রথম বছরে আমাদের বেশি অর্থ ছিল না। কিন্তু স্থানীয় সরকার আমাদের কোম্পানির ওপর গুরুত্ব দিতে থাকে। স্থানীয় সরকার আমাদের তিন বছরের খাজনা মওকুফ করেছে।’
ইয়ান হুই বলেন, স্থানীয় সরকারের সমর্থন ও সহায়তা ছাড়া তাঁরা ভালোভাবে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা করতে পারতেন না। স্থানীয় সরকার ছোট ও ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহায়তা দেয়।
মিয়ানইয়াং শহর প্রতিষ্ঠানগুলোকে নবায়ন ও উদ্ভাবনে উত্সাহ দিতে ৩৩টি নিয়ম প্রণয়ন করেছে এবং ৬ কোটি ইউয়ান আরএমবির তহবিল গড়ে তুলেছে।
চীনা কমিউনিস্ট পার্টি