বাংলা

‘ঘুরে বেড়াই’-১ম পর্ব

CMGPublished: 2023-01-17 18:50:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ শহরে এখনো সুরক্ষিত আছে প্রাচীন বিভিন্ন ভবন। রয়েছে স্থানীয় জীবনধারা, স্থানীয় সংস্কৃতি। বহুজাতিক সংস্কৃতির সংমিশ্রণ ও নাসি সংখ্যালঘু জাতির অগ্রগতির ফলে, এখানকার ভবনগুলো হান, বাই ও তিব্বতের স্থাপত্য বৈশিষ্ট্যে অন্তর্ভূক্ত করেছে সেরা নকশী শৈলীকে ।

এ শহরে রয়েছে অলি গলি রাস্তা। দুধারে প্রাচীন ধাঁচে ছোট ছোট ঘর। ঘরের দরজা ও জানালায় মানুষ ও প্রাণীর প্রাণবন্ত চিত্র খোদাই এখনো রয়েছে। প্রতিটি বাড়ির সামনের বাগান মুগ্ধ করে দর্শনার্থীদের। এ শহরের দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ ফুটপাতে হস্তশিল্পের বিভিন্ন পণ্য ।

১৯৯৭ সালে ইউনেস্কো থেকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভূক্ত হয় প্রাচীন এই শহর।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn