‘ঘুরে বেড়াই’-১ম পর্ব
‘ঘুরে বেড়াই’-১ম পর্ব
কী রয়েছে এই অনুষ্ঠানে
বিশ্বব্যাপী অপরূপ সৌন্দর্যের চাদর বিছিয়ে রেখেছে বৈচিত্র্যময় প্রকৃতি। কতো-শতো দেশ, কতো সংস্কৃতি, কতো ভাষা, কতো পেশা,.... কিন্তু আর্থিক অসঙ্গতি কিংবা সময়ের টানাটানিতে দেখা হয় না, ‘ঘর থেকে দু’পা ফেলিয়া’
‘একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু...’সেই অদেখাকে দেখাতেই আমাদের আয়োজন "ঘুরে বেড়াই"
দেশ-বিদেশের দর্শনীয় স্থান, সেখানে ভ্রমণের অভিজ্ঞতা, এবং সেই স্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনীতি নিয়ে আমাদের অনুষ্ঠান ‘ঘুরে বেড়াই’।
ঘুড়ে বেড়াই অনুষ্ঠানের প্রথম পর্ব আজ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি, আফরিন মিম।
১। চীনের প্রাচীন শহর লিচিয়াং
দক্ষিণ-পশ্চিম চীনের ইউননান প্রদেশের একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য লিচিয়াং। আর এই স্বায়ত্তশাসিত কাউন্টির একটি কেন্দ্রীয় শহর 'লিচিয়াং ওল্ড টাউন'। তুষারময় পর্বত, সতেজ বাতাস, স্বচ্ছ পানির স্রোত এবং বন্ধুত্বপূর্ণ বাসিন্দাদের জন্য এ শহরকে বলা হয় রুপকথার রাজ্য।
৭ হাজার ৯৫৪ বর্গমাইল এলাকাজুড়ে বিস্তৃত এই শহর। চীনের ৫৫ টি সংখ্যালঘু জাতি গোষ্ঠীর একটি নাসি জাতিগোষ্ঠী। আর এই নাসি জাতিগোষ্ঠী অধ্যুষিত প্রধান শহর লিচিয়াং।
সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪০০ মিটার উপরে অবস্থিত এই শহর। এ শহরের পশ্চিমে আছে গাছে আচ্ছাদিত সিংহ পর্বত, উত্তরে এলিফ্যান্ট ও গোল্ডেন রো পর্বত। আর দক্ষিণ-পূর্বে একদিকে বয়ে চলছে স্বচ্ছ পানির নদী এবং অন্যদিকে বিস্তীর্ণ উর্বর মাঠ।
থাং রাজবংশের সময়ে এই শহরে নির্মান করা হয় চা- ঘোড়া রাস্তা নামে পরিচিত প্রাচীন পথ । যা তিব্বত, সিচুয়ান ও ইউননান প্রদেশের বানিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে স্থানীয় অর্থনীটিকে চাঙ্গা করতে পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা।