বাংলা

চীনের প্রথম বৃহৎ ক্রুজশিপ ‘অ্যাডোরা ম্যাজিক সিটি’ নির্মাণের নেপথ্যে

CMGPublished: 2024-03-28 18:46:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘অ্যাডোরা ম্যাজিক সিটি’র উভয় পাশে ২০টি লাইফবোট রয়েছে। প্রতিটি লাইফবোট ৩১৪ জন এবং ২০টি লাইফবোট মোট ৬ হাজার ২৮০ জন লোককে বহন করতে পারে। তাছাড়া, অন্যান্য নিরাপদ উদ্ধার ব্যবস্থা রয়েছে জাহাজটিতে, যাতে এর প্রত্যেক যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব।

প্রকল্পের শুরু থেকে নির্মাণের চূড়ান্ত সমাপ্তি পর্যন্ত প্রথম দেশীয় বৃহদায়তন ক্রুজ জাহাজ ‘অ্যাডোরা ম্যাজিক সিটি’র আট বছরব্যাপী বৈজ্ঞানিক গবেষণা এবং পাঁচ বছরব্যাপী নকশা ও নির্মাণের মধ্য দিয়ে গেছে, ৩০ লাখ ডিজাইন ঘন্টা এবং ২ কোটি ২২ লাখ ৫০ হাজার নির্মাণ ঘন্টা পার হয়ে যায়। তারা অগণিত অসুবিধা এবং বাধার সম্মুখীন হন। ২০২৩ সালের জুলাই ও সেপ্টেম্বর মাসে ‘অ্যাডোরা ম্যাজিক সিটি’ দুটি পরীক্ষা যাত্রা সম্পন্ন করেছে। পুরো ট্রায়াল প্রক্রিয়া চলাকালীন, বিভিন্ন ক্ষেত্রে চমৎকারভাবে পারফর্ম করে এটি।

ছেন কাং বলেন, ‘চীনের দ্বিতীয় দেশীয় বৃহত্ ক্রুজ জাহাজের নির্মাণ শুরু হয়েছে। চীন শিপবিল্ডিং-এর উচ্চাকাঙ্ক্ষা হল ধীরে ধীরে একটি সম্পূর্ণ স্থানীয় ক্রুজ শিল্প চেইন তৈরি করা।’

তিনি আশা করেন, স্বাধীন নকশা, স্বতন্ত্র এবং স্বাধীন নির্মাণের মাধ্যমে প্রায় ১৫ বছরের মধ্যে শাংহাইতে এই শিল্প ক্লাস্টারটি সম্পূর্ণরূপে তৈরি করা যাবে। এর জন্য প্রজন্ম থেকে প্রজন্মের ক্রমাগত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন তিনি।

লিলি/হাশিম

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn