ওয়াং লিয়াং হোং: বুই জাতির ‘এমব্রয়ডারি ম্যান’
মনোযোগ দিয়ে তৈরি পোশাক সবচে আকর্ষণীয়। আস্তে আস্তে এই এমব্রয়ডারি ম্যান স্থানীয় এমব্রয়ডারদের কাছ থেকে আরও বেশি পরিচিতি অর্জন করেছেন এবং অনেক তরুণের দৃষ্টি আকর্ষণ করেছেন। আরও নতুন শিক্ষার্থী ওয়াং লিয়াংহোংয়ের দলে যোগ দিয়েছে। ক্রমাগত অন্বেষণ এবং উদ্ভাবন করার সময় বাটিক এবং সূচিকর্মের দক্ষতা শিখছে তারা। বুই জাতির সংস্কৃতির উত্তরাধিকার এবং বিস্তারের জন্য সবাই একত্রিত হয়েছেন।
এখন বুই জাতির এই তরুণ তার জীবনের চতুর্থ স্টুডিও খুলবেন। ঐতিহ্য এবং ফ্যাশনকে কীভাবে আরও ভালভাবে সংহত করা যায়? কীভাবে জাতিগত হস্তনির্মিত পোশাক আরো সূক্ষ্ম করা যায়? হাজার হাজার বছরের চিন্তাধারা এবং তরুণ ব্যক্তিত্বের ধারণাগুলোকে কীভাবে আরও ভালোভাবে সমন্বয় করা যায়? ওয়াং লিয়াংহোংয়ের স্টুডিওগুলোতে সুযোগ এবং চ্যালেঞ্জ সহাবস্থান করে এবং ভবিষ্যতে আরও সম্ভাবনা রয়েছে।
তিনি মনে করেন, এই পৃথিবীতে মানুষের বেঁচে থাকার জন্য এক শ’টিও বেশি উপায় আছে। এটি বুই জাতির মানুষের পছন্দ নীল রঙের মতোই। হাজার হাজার ধরনের নীল রং আছে। আমি মনে করি জীবনযাপন করার বিভিন্ন উপায় থাকা উচিত।
তিনি বলেন, ‘আমাদের দেশের তরুণদের দেখানো উচিত যে, কুইচৌ পাহাড়ের গভীরে, সেখানে বুই জাতির মানুষ এবং বুই সূচিকর্ম রয়েছে, এবং এমনকী অল্পবয়সী বুই লোকেরাও একসাথে পরিশ্রম করছে। তারা একসাথে গ্রাম ও জন্মস্থান আরো সুন্দর করে গড়ে তুলছেন।’
লিলি/হাশিম