বাংলা

ওয়াং লিয়াং হোং: বুই জাতির ‘এমব্রয়ডারি ম্যান’

CMGPublished: 2024-03-21 10:53:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ওয়াং লিয়াংহোংয়ের নেতৃত্বে বুই জাতির বাটিক ও সূচিকর্ম আধুনিক নকশার সঙ্গে নিঁখুতভাবে সমন্বিত হয়েছে। সৃজনশীল ডিজাইন, চমৎকার চিত্রকলা কৌশল এবং সমৃদ্ধ জাতিগত বৈশিষ্ট্য, ঐতিহ্যবাহী সূচিকর্ম তাদের হাতে নতুন প্রাণশক্তি আবার জ্বলতে থাকে।

দক্ষিণ কুইচৌ প্রদেশের ওয়াংমো জেলায় কিছুটা বিচ্ছিন্ন একটা জায়গা আছে, সেখানে অক্ষত বুই বৈশিষ্ট্যগুলো ধরে রাখা হয়।। ছয় বছর আগে ওয়াং লিয়াংহোং এবং তার বন্ধুরা এখানে একটি স্টুডিও স্থাপন করেন এবং ‘পূর্ণ-সময়ের এমব্রয়ডারি ম্যান’ হয়ে ওঠেন।

স্টুডিও পর্যায়ের ভালো ফলাফল অর্জন করতে চাইলে ওয়াং লিয়াং হোংয়ের একটি একটি ভাল দল থাকতে হবে। তবে অসাধারণ দক্ষতার অধিকারী অনেক এমব্রয়ডার শুধুমাত্র বাড়িতেই কাজ করতে পারেন, তাই ওয়াং লিয়াংহোং প্রতি সপ্তাহে সংশ্লিষ্ট পরিস্থিতি সম্পর্কে তাদের সাথে যোগাযোগ করতে তাদের বাড়িতে যান।

এমব্রয়ডারদের সাথে যোগাযোগ করা সহজ ব্যাপার নয়। প্রথমে ওয়াং লিয়াংহোং সূচিকর্মে কিছু উদ্ভাবন করতে চেয়েছিলেন, কিন্তু সূচিকর্মকারীরা তা মেনে নিতে পারেননি। তিনি ক্রমাগত এমব্রয়ডারদের সাথে যোগাযোগ করতেন, তাদের দেখাতেন যে, তার উদ্ভাবনী পোশাক অনেক লোক পছন্দ করেছে এবং ধীরে ধীরে ওয়াং লিয়াংহোংয়ের আন্তরিকতা এবং কঠোর পরিশ্রমে সূচিকর্মকারীরা মুগ্ধ হয়েছেন।

ওয়াং লিয়াংহোংয়ের দৃষ্টিতে বুই জাতির পোশাকগুলোকে তাদের ঐতিহ্যগত বৈশিষ্ট্যগুলো ধরে রাখতে হবে এবং সময়ের সাথে সঙ্গতি রেখে নতুনত্ব আনতে হবে, যাতে সেগুলো আরও বেশি লোকের কাছে গ্রহণযোগ্য এবং তারা দৈনন্দিন জীবনে পরিধান করতে পারে। এই লক্ষ্যে ওয়াং লিয়াংহোং চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আরও বেশি বায়ু চলাচল করতে পারে এমন এবং আরামদায়ক কাপড় বেছে নেওয়ার এবং ঐতিহ্যবাহী পোশাকে প্রচলিত নীল ও কালো ছাড়া অন্য রঙ ব্যবহার করার চেষ্টা করে আসছেন। সামগ্রিক নকশাটি সমসাময়িক মানুষের নান্দনিকতার সাথে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn