বাংলা

‘উইথ ইউ’

CMGPublished: 2023-03-30 14:33:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ টিভি নাটকের একটি বড় বৈশিষ্ট্য হলো বাস্তবতা। সাধারণ মানুষের হুমকির ভয় আছে। আবার সাহস, দায়িত্ববোধ ও ভালোবাসাও আছে। আসলে এ টিভি নাটক সত্যিকারের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। টিভি নাটকের চিয়াংহান হাসপাতাল হলো উহানের চিনইনথান সংক্রামক রোগের হাসপাতাল, এ হাসপাতালটি ছিলো উহানের প্রথম হাসপাতাল, সেখানে অজানা কারণে নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের ভর্তি ও চিকিত্সা দেওয়া হতো। টিভি নাটকে হাসপাতালের পরিচালক চাং হান ছিং’র প্রোটোটাইপ হচ্ছে উহান চিনইনথান সংক্রামক রোগ হাসপাতালের পরিচালক চাং তিং ইউ।

মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের সময় তিনি তার অসুস্থ শরীর নিয়ে সহকর্মীদের সঙ্গে মোট ২৮০০জনেরও বেশি রোগীর চিকিৎসা করেছিলেন, নিজের স্ত্রী দুর্ভাগ্যক্রমে সংক্রামিত হলেও তিনি তার যত্ন নেন নি।

এক কথায় বলা যায়, ‘উইথ ইউ’ টিভি নাটকে ক্যামেরার ভাষায় মহামারীর সময় সাধারণ চীনা মানুষের বাস্তবতা রেকর্ড করা হয়েছে।

লিলি/তৌহিদ

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn