বাংলা

সঙ্গীত যাদের জীবনের আলো

CMGPublished: 2023-03-08 14:08:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্প্রতি চারজন অন্ধ মেয়ের গান গাওয়ার একটি ভিডিও ইন্টারনেটে জনপ্রিয় হয়েছে। তারা যে গানটি গেয়েছেন তার শিরোনাম ‘সবচেয়ে সুন্দর মুহূর্ত’। অনেক নেটিজেন তাদের সুন্দর এবং মনোমুগ্ধ কণ্ঠের বর্ণনা দিতে গিয়ে একে ‘ফেরেশতাদের কণ্ঠ’ বলে উল্লেখ করেছেন।

এসব অন্ধ শিশু হুনান প্রদেশের হেংইয়াং শহরের স্পেশাল এডুকেশন স্কুল থেকে আসে এবং তারা জুনিয়র হাই স্কুলের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণিতে পড়ে। সঙ্গীত শিক্ষক চাং সুয়ে মেইয়ের সাহায্যে তারা অন্তর্মুখী থেকে আত্মবিশ্বাসী এবং প্রফুল্ল হয়ে উচ্চস্বরে গান গেয়ে থাকেন।

চাং সুয়ে মেই বলেন, “সঙ্গীত ক্লাস শেষ হওয়ার পর আমি তাদের চারজনের সাথে গান গাওয়ার একটি ভিডিও রেকর্ড করে নেটে পোস্ট করেছি। আমিও ভাবিনি যে ভিডিওটি এত জনপ্রিয় হবে।”

ভিডিও’র চারজন মেয়ের সবাই দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রী। তাদের মধ্যে কেউ কেউ জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী এবং কেউ আবার রোগে আক্রান্ত হয়ে অন্ধ হয়ে যায়। ছয় বছর বয়স থেকে তারা বিশেষ শিক্ষার স্কুলে পড়াশোনা এবং বসবাস করছে। প্রতিমাসে একবার তারা বাড়িতে ফিরে যায় এবং বাইরের বিশ্বের সাথে খুব কমই যোগাযোগ করে। এই প্রথমবারের মতো তারা সবার নজর কেড়েছে।

শিক্ষক চাং সুয়েমেই বলেন, “সবার স্বীকৃতি পেয়ে তারা খুব খুশি, আমি এটাকে খুশি হিসেবে বর্ণনা করতে পারবো না, এটা কেবল আমাকে উত্তেজিত করেছে। আমার যে কয়েকজন শিক্ষার্থী সাক্ষাৎকার দিয়েছিলো, তারা বলেছিল যে তারা রাতে ঘুমাতে পারছে না এবং তারা সব সময় উত্তেজিত অবস্থায় ছিল।”

চাং সুয়ে মেই হেংইয়াং নর্মাল ইউনিভার্সিটির সঙ্গীত বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পান। ছয় বছর আগে তিনি হেংইয়াং শহরের স্পেশাল এডুকেশন স্কুলে পড়াতে এসেছিলেন এবং দৃষ্টি প্রতিবন্ধীদের সঙ্গীত ক্লাসের দায়িত্ব নিয়েছিলেন। সঙ্গীতে প্রতিভাবান শিক্ষার্থীদের আবিষ্কার করার জন্য তিনি একটি বিশেষ মিউজিক গ্রুপ গঠন করেন। সেই সময়ে ১২ বছর বয়সী চেং সিও মেং তার মনে গভীর ছাপ রেখেছিলেন।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn