চীনের খ্যাতিমান অভিনেতা ও মার্শাল আর্টিস্ট ইউ হাই
ইউ হাই এই নাম চীনাদের কাছে খুব সুপরিচিত নয়। তবে তার অভিনীত চরিত্রের কথা উল্লেখ করলে অনেকের চোখের সামনে মার্শাল আর্টে দক্ষ একজন মাস্টারের ইমেজ ভেসে উঠবে। আসলে পর্দার বাইরে তিনি একজন কুংফু মাস্টার এবং ‘ম্যান্টিস বক্সিং কিং’ নামে পরিচিত। চলতি বছরের ১৬ জানুয়ারি ইউ হাই মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮১ বছর।
ইউ হাই চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন একটু দেরিতে। ১৯৮২ সালে ‘শাওলিন টেম্পল’ নামের মুভি দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে। প্রধান চরিত্রে অভিনয় করেন লি লিয়েন চিয়ে। তিনি দ্রুত বিখ্যাত হয়ে ওঠেন। মুভিতে তার মাস্টারের চরিত্রে অভিনয় করেন ইউ হাই। তখন তাঁর বয়স ছিলো ৪০ বছর। সেটি ছিল তাঁর প্রথম চলচ্চিত্র।
মুভিতে লি লিয়েন চিয়ে একজন সন্ন্যাসীর চরিত্রে অভিনয় করেন। সন্ন্যাসী অনেক পরিশ্রম করেন ও মার্শাল আর্ট চর্চা করেন। তিনি মন্দের বিরুদ্ধে ও ভালোর পক্ষে ছিলেন। ইউ হাই, যেমনটি আগেই বলেছি, চলচ্চিত্রে তাঁর মাস্টারের চরিত্রে অভিনয় করেন। ছাত্রের জন্য মাস্টার যেমন কঠোর ছিলেন, তেমনি কোমলও ছিলেন পিতার মতো। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি একটি তীরের আঘাতে নিহত হন। মৃত্যুর আগে তিনি ‘ন্যায়বিচার সমর্থন করুন’ কথাটি লিখে রেখে গিয়েছিলেন।
‘মার্শাল আর্ট অনুশীলন করতে চাইলে, কষ্ট বা ভয় পাওয়া উচিত নয়।’ মুভিতে মাস্টার সামান্য ভ্রুকুটি করে তরুণ সন্ন্যাসী-ছাত্রকে এ উপদেশ দেন। এ দৃশ্যটি এখনও অনেক দর্শকের মনে আছে।
১৯৮২ সালে চলচ্চিত্রের টিকিটের দাম মাত্র এক চিয়াও ছিলো। সেই সময় ‘শাওলিন টেম্পল’ সিনেমা ১৬ কোটি ইউয়ান মূল্যের বক্স অফিস আয় করে বিস্ময় সৃষ্টি করে।