বাংলা

চীনা চলচ্চিত্র পরিচালক ডেরেক তুং শিং ই

CMGPublished: 2022-10-16 15:44:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হংকংয়ের চলচ্চিত্রাঙ্গনের একজন প্রবীণ ব্যক্তিত্ব হিসেবে ডেরেক তুং শিং ই প্রথমে বেশ কয়েকটি কুংফু চলচ্চিত্রে অভিনেতার পরিচয় নিয়ে দর্শকদের সামনে হাজির হন।

১৯৮৫ সালে তিনি টিভি নাটক পরিচালনা শুরু করেন। এর পরের ৩০ বছরেরও বেশি সময়ে তিনি যথাক্রমে ‘সীমাহীন ভালবাসা’ এবং ‘অনুগ্রহভাজন’ সহ অনেক জনপ্রিয় মুভি পরিচালনা করেন এবং অসংখ্য পুরস্কারও লাভ করেন।

২০১০ সালে তিনি ‘ট্রিপল টেপ’ নামে মুভির মাধ্যমে সফলভাবে চীনের মূল-ভূভাগের বাজারে প্রবেশ করেন। তবে, তিনি নিজেকে বাণিজ্যিক ফিল্মে সীমাবদ্ধ থাকেন নি, বরং বাস্তব অর্থ-সম্পন্ন সামাজিক বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। ফলে মূল-ভূভাগের আরও বেশি দর্শকদের সমাদর পেয়েছেন তিনি।

তাঁর চল্লিশ বছরের চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতার দিকে ফিরে তাকিয়ে তিনি স্বীকার করেছেন যে তাঁর সৃজনশীল দর্শনে বড় পরিবর্তন আসেনি। তাঁর মতে, একটি মুভি’র অনেক উপাদান থাকতে পারে, যেমন: হিংস্র নান্দনিকতা, মানব প্রকৃতির অন্ধকার দিক ইত্যাদি। তবে শেষ পর্যন্ত, আমাদের দর্শকদের ইতিবাচক শক্তি এবং আশা দিতে হবে। সর্বোপরি, প্রত্যেকের সিনেমা দেখার আসল উদ্দেশ্য হল মানসিক চাপ কমানো। মহামারীর তিন বছর পরে দেশীয় চলচ্চিত্রের বাজার একটি খাদে পড়ে গেছে, যা চলচ্চিত্র ব্যক্তিদের উপরও একটি বিশাল চাপ সৃষ্টি করেছে। তিনি স্বীকার করেছেন যে কিছু অসুবিধা সমাধান করা যায় না, তবে যারা কঠোর পরিশ্রম করেন তাদের সব সময়ই আশা পোষণ করা উচিত্। বিশ্বাস করুন, যে কোনো একটি জায়গায় একটি উপায় থাকতে পারে।

‘ইন সার্চ অব লস্ট টাইম’ নামে নিজের নতুন মুভি রচনার চিন্তাধারা উল্লেখ করে ডেরেক তুং শিং ই বলেন, আমি এমন একটি মুভি নির্মাণ করব না-যেটি দেখে দর্শকরা হতাশ হয়ে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসবে, আমি কখনোই এই কাজটি করব না।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn