বাংলা

চীনা চলচ্চিত্র পরিচালক ডেরেক তুং শিং ই

CMGPublished: 2022-10-16 15:44:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হংকংয়ের চলচ্চিত্রাঙ্গনের একজন প্রবীণ ব্যক্তিত্ব হিসেবে ডেরেক তুং শিং ই প্রথমে বেশ কয়েকটি কুংফু চলচ্চিত্রে অভিনেতার পরিচয় নিয়ে দর্শকদের সামনে হাজির হন।

১৯৮৫ সালে তিনি টিভি নাটক পরিচালনা শুরু করেন। এর পরের ৩০ বছরেরও বেশি সময়ে তিনি যথাক্রমে ‘সীমাহীন ভালবাসা’ এবং ‘অনুগ্রহভাজন’ সহ অনেক জনপ্রিয় মুভি পরিচালনা করেন এবং অসংখ্য পুরস্কারও লাভ করেন।

২০১০ সালে তিনি ‘ট্রিপল টেপ’ নামে মুভির মাধ্যমে সফলভাবে চীনের মূল-ভূভাগের বাজারে প্রবেশ করেন। তবে, তিনি নিজেকে বাণিজ্যিক ফিল্মে সীমাবদ্ধ থাকেন নি, বরং বাস্তব অর্থ-সম্পন্ন সামাজিক বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। ফলে মূল-ভূভাগের আরও বেশি দর্শকদের সমাদর পেয়েছেন তিনি।

তাঁর চল্লিশ বছরের চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতার দিকে ফিরে তাকিয়ে তিনি স্বীকার করেছেন যে তাঁর সৃজনশীল দর্শনে বড় পরিবর্তন আসেনি। তাঁর মতে, একটি মুভি’র অনেক উপাদান থাকতে পারে, যেমন: হিংস্র নান্দনিকতা, মানব প্রকৃতির অন্ধকার দিক ইত্যাদি। তবে শেষ পর্যন্ত, আমাদের দর্শকদের ইতিবাচক শক্তি এবং আশা দিতে হবে। সর্বোপরি, প্রত্যেকের সিনেমা দেখার আসল উদ্দেশ্য হল মানসিক চাপ কমানো। মহামারীর তিন বছর পরে দেশীয় চলচ্চিত্রের বাজার একটি খাদে পড়ে গেছে, যা চলচ্চিত্র ব্যক্তিদের উপরও একটি বিশাল চাপ সৃষ্টি করেছে। তিনি স্বীকার করেছেন যে কিছু অসুবিধা সমাধান করা যায় না, তবে যারা কঠোর পরিশ্রম করেন তাদের সব সময়ই আশা পোষণ করা উচিত্। বিশ্বাস করুন, যে কোনো একটি জায়গায় একটি উপায় থাকতে পারে।

‘ইন সার্চ অব লস্ট টাইম’ নামে নিজের নতুন মুভি রচনার চিন্তাধারা উল্লেখ করে ডেরেক তুং শিং ই বলেন, আমি এমন একটি মুভি নির্মাণ করব না-যেটি দেখে দর্শকরা হতাশ হয়ে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসবে, আমি কখনোই এই কাজটি করব না।

‘ইন সার্চ অব লস্ট টাইম’ নামের মুভিতে এমন একটি কাহিনী বলা হয় যে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর তিন বছরব্যাপী প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্যের অভাব এবং মারাত্মক অপুষ্টির কারণে সরকারের সহায়তায় দক্ষিণ চীনের হাজার হাজার অনাথ ইনার মঙ্গোলিয়ায় স্থানান্তরিত হয়েছিল। কারণ সেখানে সরবরাহ তুলনামূলকভাবে প্রচুর ছিল এবং শেষ পর্যন্ত তারা বেঁচে যায়। জাতীয় বেদনাদায়ক স্মৃতিতে পূর্ণ এই ইতিহাস বর্ণনা করার সময় ডেরেক ইচ্ছাকৃতভাবে উত্তেজনাপূর্ণ এবং ‘অতিরিক্ত কষ্টের’ উচিত ডিজাইন করেননি, তবে উষ্ণতা এবং শুভেচ্ছায় পূর্ণ একটি ‘ডকুমেন্টারি-স্টাইল’ অডিও-ভিজুয়াল ভাষা ব্যবহার করে দুটি পরিবার ও দুটি জাতিগোষ্ঠীর ‘বড় প্রেম’ পর্দায় উপস্থাপন করেছেন এবং এর জন্য অনেক দর্শকের প্রশংসাও পেয়েছেন।

২০১৯ সালে যখন তিনি ‘ইন সার্চ অব লস্ট টাইম’ নামে এ মুভি’র সংশ্লিষ্ট তথ্য প্রসঙ্গে প্রথমে জানলেন, তখন তিনি আশেপাশের কর্মী ও বন্ধুদের কাছে জিজ্ঞেস করেছেন যে তারা কি এই ঘটনা সম্পর্কে জানেন কিনা। তারপর তিনি আবিষ্কার করেন যে যারা এ সংক্রান্ত ইতিহাস জানেন, তাদের সংখ্যা খুব কম। অনেক ভেবে চিন্তে তিনি মনে করেন, বিশেষ সময়ের পটভূমিতে তাদের তুলনামূলকভাবে জটিল জীবনের গতিপথ অনিবার্যভাবে তাদের চরিত্র এবং জীবনের পরিস্থিতিতে বিভিন্ন দ্বন্দ্বের দিকে নিয়ে যাবে। যেমন: তারা বড় হওয়ার পর দক্ষিণ চীনে ফিরে আত্মীয়দের খুঁজে পাবে কিনা এবং রাগ, ঘৃণা, বিভ্রান্তি এবং অন্যান্য আবেগ থাকবে কিনা। এই লক্ষ্যে তিনি প্রচুর নথিপত্রের খোঁজ খবর নিয়েছেন এবং বহুবার ইনার মঙ্গোলিয়ায় গিয়েছেন।

এতিম এবং শিশুদের উপাদান সব সময় মনোমুগ্ধকর এবং তা দেখে দর্শকদের চোখের জল সহজেই বের হয়। ‘ইন সার্চ অব লস্ট টাইম’ নামে মুভিতে ডেরেক প্লট সেটিং, চরিত্রগুলোর আবেগপূর্ণ অভিব্যক্তি এবং এমনকি সাউন্ডট্র্যাকের ক্ষেত্রে এটিকে খুব সংযতভাবে পরিচালনা করেছিলেন এবং অভিনেতাদের স্বাভাবিক অভিনয় করতে বলেছিলেন। ‘আমাদের গল্প দুঃখজনক হবে, তবে ভারী হবে না,’ ডেরেক বলেন।

‘ইন সার্চ অব লস্ট টাইম’ নামের মুভিতে ডেরেক অনেক নতুন অভিনেতা অভিনেত্রীকে কাজে লাগান। কারণ তিনি তাদের সুযোগ দিতে চান।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে কয়েক দশক ধরে সংগ্রাম করার পরে, ডেরেক রচনার চিন্তাধারাও সার-সংকলন করেছেন। তিনি বলেন, সর্বদা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার শুটিং করবেন না, আপনার আশেপাশের বিশ্বের চরিত্র এবং গল্প থেকে কিছু উপাদান নেওয়া উচিত। তিনি প্রায়শই বিভিন্ন শহরের মধ্যে যাতায়াত করেন। যতবারই তিনি হাই-স্পিড ট্রেনে ওঠেন, তখন তিনি কখনই ঘুমান না, ট্রেনের বাইরের দৃশ্য দেখেন। যেমন হাই-স্পিড ট্রেন স্টেশনের পাশের নতুন ভবন ইত্যাদি। তিনি বলেন, কারণ আমি এগুলোর ছবি তুলতে পারবো ভবিষ্যতে। ডেরেক যাত্রায় ভিড়ের দিকে মনোযোগ দিতে পারেন, কারণ হয়তো ভবিষ্যতেও তাদের চরিত্রে অভিনয় করতে পারবেন।

২০০৩ সালে হংকং এবং মূল ভূখণ্ডের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছিল যে ‘হংকং চলচ্চিত্র নির্মাতারা এবং মূল-ভূখণ্ডের সহ-প্রযোজিত চলচ্চিত্রগুলো দেশীয় চলচ্চিত্রের সুবিধা পেতে পারে’। ফলে আরও বেশি সংখ্যক হংকং পরিচালকরা চলচ্চিত্র নির্মাণের জন্য মূল-ভূখণ্ডে প্রবেশ করতে শুরু করেন। ডেরেক ২০০৫ সালে প্রথমবার শ্যানসি ফিল্ম স্টুডিওর সঙ্গে সহযোগিতা করে চলচ্চিত্র নির্মাণ করেছেন। ২০১০ সালে তার পরিচালিত ‘ট্রিপল টেপ’ ছবিটি ছিল ডেরেকের প্রথম চলচ্চিত্র যা মেইন-ল্যান্ডে মুক্তি পায়। এ মুভি’র বক্স-অফিসে আয় ছিল ১২.৭ কোটি ইউয়ান।

সফলভাবে মূল ভূখণ্ডের চলচ্চিত্রের বাজার খুলে দেওয়ার পর ডেরেক পুলিশ, অ্যাকশন এবং প্রেমের মতো তাঁর সুপরিচিত বাণিজ্যিক চলচ্চিত্রের শুটিং চালিয়ে যাননি। এসবের পরিবর্তে ছয় বছর পর তিনি নিজের খরচে একটি বাস্তবসম্মত চলচ্চিত্র ‘আমি একটা কিছু’ নির্মাণ করেন। ফিল্মটিতে চীনের হেংডিয়ান ফিল্ম ও টিভি নাটকের শুটিং বেসে কর্মরত একদল ‘স্বপ্নের পিছনে ছুটে চলা’ খুব সাধারণ অভিনেতা-অভিনেত্রীর গল্প বলা হয়।

‘যদি আমি এমন বিষয় শুটিং করতে থাকি, যা আমি ভালোভাবে করতে পারি এবং পুনরাবৃত্তি করি, আমি ক্লান্ত বোধ করবো, তাই আমি নতুন কিছু খুঁজতে থাকি এবং আমার সৃজনশীল দিকনির্দেশনাকে সূক্ষ্ম-টিউন করতে থাকি। ডেরেকের প্রিয় পরিচালক হলেন ব্রিটিশ পরিচালক অ্যালান পার্কার। ‘কারণ তার প্রতিটি নাটক ভিন্ন, এবং এটিও ডেরেকের নিজস্ব সৃষ্টির সাধনা।

বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডেরেকের সৃজনশীল শৈলী আগের তুলনায় আরও মৃদু হয়ে উঠেছে। তিনি প্রকাশ্যে বহুবার বলেছেন, ‘আমি আর এমন মুভি নির্মাণ করব না যা মানব প্রকৃতিতে ঘৃণ্য এবং অন্ধকার। তার মতে, দর্শকরা এখনও প্রেক্ষাগৃহে গেলে ডিকমপ্রেস করতে এবং বিনোদন পেতে চায়, তাই তিনি আর এমন একটি চলচ্চিত্র বানাবেন না যা দেখে দর্শকরা থিয়েটার ছেড়ে চলে যায়। কিন্তু এর মানে এই নয় যে তিনি আর সামাজিক বিষয়বস্তু নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন না। আসলে, তার অতীতের মুভিগুলো সব সময়ই সমাজের নিম্নবিত্ত মানুষদের লক্ষ্য করে।

তিনি বলেন, ‘সামাজিক-থিমযুক্ত বিষয়গুলো চিত্রায়িত করার উদ্দেশ্য হল জনসাধারণকে এই বিষয়গুলোর প্রতি মনোযোগ দেওয়া এবং তারপরে সেই বিষয়কে আরও ভালোভাবে সমাধান করার জন্য প্রচার এবং গাইড করা, তাই এটি অর্থবহ, তবে চলচ্চিত্রের শেষটি হতাশা হতে পারে না।’

একজন ‘ফিল্ম সিনিয়র ব্যক্তি’ হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেরেকের ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে এবং হংকং ও মূল-ভূখণ্ডের ফিল্ম মার্কেটের উত্থান-পতন প্রত্যক্ষ করেছেন। চলচ্চিত্রের বাজারে বর্তমান মন্দা প্রসঙ্গে ডেরেক তাঁর ব্যক্তিগত অন্তর্দৃষ্টি শেয়ার করেছেন। তিনি বলেন, আধুনিক সমাজে, আমরা সর্বদা সব ধরণের চাপের মুখোমুখি হয়। তবে, যুদ্ধ-বিধ্বস্ত এলাকার মানুষদের তুলনায় আমরা ‘সবচেয়ে দুর্ভাগা’ নই। কখনও কখনও আমাদের বেশিরভাগ উদ্বেগ ও ভয় কাল্পনিক, এবং সেগুলোর বেশিরভাগই ঘটবে না। তাই মহামারী বা অন্যান্য ভয়াবহ জিনিসের মুখোমুখি হই না কেন, আমাদের সাহস নিয়ে এসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। জীবন মানেই চ্যালেঞ্জের অভিজ্ঞতা এবং গ্রহণ করা, এবং যখন আপনি সমস্যার সম্মুখীন হন, তখন আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে যে-কোনো জায়গায় একটি উপায় রয়েছে; তাই চিন্তা করবেন না।

লিলি/এনাম

Share this story on

Messenger Pinterest LinkedIn