সরল তবে দুর্দান্ত—আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান: পরিচালক চাং ই চৌ
এবারের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভবিষ্যত ও মানবজাতির অভিন্ন লক্ষ্যে ওপর ফোকাস করা হবে। এখন নিজের বেশি পরিচয় দেওয়ার দরকার নেই। এখন আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো- আমরা কোন কাজের জন্য একত্রিত হয়েছি এবং আমরা কি করতে পারি।
‘আমি’ থেকে ‘আমরা’ পর্যন্ত, ‘চীনের ইতিহাস তুলে ধরা’ থেকে ‘ভবিষ্যত’ পর্যন্ত, চাং ই মৌ বলেন, এর পিছনে অবশ্যই রয়েছে জাতীয় শক্তি ও মর্যাদার উন্নতি এবং চীনা জনগণের আত্মবিশ্বাস।
২০২২ সালে শীতকালীন অলিম্পিক গেমসের থিম হলো ‘সরল, নিরাপদ ও দুর্দান্ত’। তাই উদ্বোধনী অনুষ্ঠানেও এ তিনটি বিষয়ে লক্ষ্য রাখা হবে।
সহজ ও সরল বিষয় হলো প্রথম লক্ষ্য। এবারের উদ্বোধনী অনুষ্ঠানের সময় কম। মিতব্যয়ী প্রতিযোগিতা ছাড়াও, শীতকালের ঠান্ডা আবহাওয়া বিবেচনায় রাখা হয়েছে। দর্শকরা এবং অতিথিদের বেশিরভাগ সময় বাইরে থাকা ঠিক হবে না।
দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সংখ্যা কম। এবারে মাত্র ৩ হাজার লোক এতে অংশ নিয়েছেন।
শৈল্পিক অভিব্যক্তি প্রসঙ্গে চাং ই মৌ বলেন, সরল তবে দুর্দান্ত আসলেই বিরাট চ্যালেঞ্জ।
সরল মানে সহজ নয়। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান সহজ কিন্তু আধুনিক শিল্প বৈশিষ্ট্য দেখা যাবে, স্ফটিক স্বচ্ছ বরফ ও তুষার রোমান্টিক অনুভূতি প্রকাশ করবে, আরেকটি নান্দনিক ধারণা দর্শক পেয়ে যায়। সরল মানে হলো- আমরা যখন মার্শাল আর্ট ফিল্ম শুটিং করি, তখন মাস্টারের তলোয়ার খুব সহজেই ব্যবহার করতে দেখা যায়। কিন্তু তা অনেক কষ্ট ও প্রচেষ্টার ফল- তাই না?
বর্তমান বেশ কয়েকবার রিহার্সাল থেকে তিনি মনে করেন, ছন্দটি এখন খারাপ নয় এবং এটি সিনেমার দৈর্ঘ্যের মতো একযোগে করা হয়।
পরিচালক চাং ই মৌ বলেন, অলিম্পিক টর্চ জ্বালানো ২০২২ সালে শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের বৃহত্তম লক্ষণীয় বিষয় হবে বলে ধারণা করা হচ্ছে।