বাংলা

সরল তবে দুর্দান্ত—আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান: পরিচালক চাং ই চৌ

CMGPublished: 2022-02-03 10:40:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মহামারীর সময় আন্তর্জাতিক পরিস্থিতিতে নতুন পরিবর্তন ঘটেছে। জটিল আন্তর্জাতিক পরিস্থিতির সামনে চীনা জনগণের আস্থা, বিশ্বের জনগণের প্রতি আমাদের অনুভূতি, ‘আরও ঐক্য’ এই নতুন অলিম্পিক নীতিবাক্যসহ আমাদের মহান ধারণা এবং মূল্যবোধ দেখানোর আশা করি। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে চীনা জনগণের প্রকৃত হৃদয় দেখানো খুব অর্থপূর্ণ ব্যাপার।

কিছুদিন আগে চাং ই মৌ দশম চাইনিজ ফিল্ম গোল্ডেন রোস্টার অ্যাওয়ার্ড ছিনিয়ে নেন। তবে তিনি বলেন, এখন পর্যন্ত তার মুভি’র চেয়ে অলিম্পিকের ওজন অনেক ভারী।

আমার মতো আরেকজন পরিচালক খুঁজে পাওয়া যাবে না, যিনি দুইবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেছেন। মুভি আমার পেশা, উপস্থাপনা না। মুভি মাঝেমাঝে আমার ব্যক্তিগত ব্যাপার, আমি নিজের অনুভূতি থেকে নিজের মন্তব্য ও অনুভূতি প্রকাশ করতে পারি, নিজের পছন্দ অনুযায়ী বেছে নিতে পারি। তবে অলিম্পিক গেমস একটু অন্য রকম। এই কাজটা করার প্রথম সেকেণ্ড থেকে বুঝতে হয় যে, আমার পিছনে রয়েছে মাতৃভূমি এবং সব চীনা মানুষ। আমার কাঁধে ভারি দায়িত্ব আছে। তাই, আমি শুধু একজনের প্রতিনিধি না। আমার সফলতা একজনের সফলতা না।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn