বাংলা

হংকংয়ের চলচ্চিত্র পরিচালক ড্যান্টে ল্যাম-China Radio International

criPublished: 2021-12-16 15:17:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘The Battle at Lake Changjin’ নামে চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর ব্যাপক প্রশংসা হয়। এটি ২০২১ সালে বিশ্বের বক্স অফিসের‌র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছে। এই ধরনের ফলাফল দেখে ড্যান্টে ল্যাম বলেন, ‘আগে আমি এই চলচ্চিত্র নিয়ে সত্যিই চিন্তিত ছিলাম। আমি কল্পনা করতে পারি নি যে, মূলধারার চলচ্চিত্র নিয়ে দর্শকদের এত উদ্দীপনা থাকবে।

তিনি বলেন, এ চলচ্চিত্রটির সাফল্যের প্রধান কারণ হলো চীনা সৈন্যদের সাহসী এবং দৃঢ় মনোভাব। যেহেতু দেশ শক্তিশালী হয়েছে, তাই চীনা মানুষ বড় পর্দার যুদ্ধে আমাদের বিজয় দেখতে ও বীরদের শ্রদ্ধা জানাতে চায়।

‘The Battle at Lake Changjin’ মুভিটি হংকংয়ের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার প্রথম দিনে টিকিট পাওয়া খুব কঠিন বিষয় ছিল।

‘The Battle at Lake Changjin’ নামের মুভিটি জন্মস্থানে জনপ্রিয় হতে দেখে ড্যান্টে ল্যাম খুব আনন্দিত। তিনি বলেন, ‘মূলধারার চলচ্চিত্র খুব আকর্ষণীয় করে তোলা সম্ভব। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন চালু এবং নির্বাচন ব্যবস্থা পূর্ণাঙ্গ হয়ে ওঠার সঙ্গে সঙ্গে হংকংয়ের সামাজিক পরিবেশও দিন দিন ভালো হয়ে উঠছে। আরও বেশি হংকংবাসী প্রেক্ষাগৃহে গিয়ে দেশের উন্নয়ন সম্পর্কে জানতে আগ্রহী এবং চীনা হিসেবে মনে গর্ব বোধ করতে চান।’

ড্যান্টে ল্যাম বলেন, ‘Operation Mekong’, ‘OPERATION RED SEA’ এবং ‘The Battle at Lake Changjin’-এর মনোমুগ্ধকর গল্প দেশের উন্নয়নের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। তার ধারণায় ‘The Battle at Lake Changjin’ চলচ্চিত্র হংকংয়ে সমাদর পাওয়া একটি ভালো লক্ষণ। এ থেকে প্রমাণিত হয় যে, চলচ্চিত্র ভালো একটি মাধ্যম হিসেবে আরো ভালোভাবে দেশকে জানার ক্ষেত্রে সাহায্য করতে পারে। তিনি আশা করেন, আরও বেশি হংকংয়ের চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা-অভিনেত্রী দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবেন এবং আরও আকর্ষণীয় চীনা গল্প বলতে পারবেন।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn