বাংলা

হংকংয়ের চলচ্চিত্র পরিচালক ড্যান্টে ল্যাম-China Radio International

criPublished: 2021-12-16 15:17:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘Operation Mekong’ এবং ‘OPERATION RED SEA’ নামের মুভি চীনের মূলভূভাগ ও হংকংয়ে আলোড়ন তৈরি করেছিল। এরপর ‘The Battle at Lake Changjin’ মুভিও দুই অঞ্চলে বিখ্যাত হয়েছিল। এগুলো মূলধারার চলচ্চিত্র। এর পিছনে রয়েছেন হংকংয়ের এক বিখ্যাত ব্যক্তি।

তিনি বলেন, মূলধারার চলচ্চিত্রগুলো দর্শকদের ইতিবাচক শক্তি দিতে পারে এবং চীনা গল্প তুলে ধরার দুর্দান্ত পদ্ধতি এবং দর্শকদের আনন্দ দিতে পারে এসব চলচ্চিত্র।

তিনি বলেন, চলচ্চিত্র শুটিংয়ের প্রক্রিয়ায়, শরীর ও মন দিয়ে দেশের ইতিহাস সম্পর্কে জানার বিশাল সুযোগ অনুভব করা যায়।

তিনি হলেন হংকংয়ের চলচ্চিত্র পরিচালক ড্যান্টে ল্যাম। তিনি চীনের মূলধারার চলচ্চিত্র ও যুদ্ধবিষয়ক চলচ্চিত্রের নান্দনিকতা আরও উচ্চ পর্যায়ে উন্নীত করতে চান।

যখন ‘The Battle at Lake Changjin’ নামে চলচ্চিত্র শুটিংয়ের আমন্ত্রণ পান, তখন চলচ্চিত্রের শুটিং শুরু হতে মাত্র আড়াই মাস বাকি ছিলো। মার্কিন হামলা প্রতিরোধ ও উত্তর কোরিয়াকে সাহায্য দান-বিষয়ক একটি চলচ্চিত্রের বিষয়ে তিনি মনে করেন, প্রস্তুতি নেওয়ার সময় বা ঐতিহাসিক জ্ঞান অর্জন; যাই হোক না কেন, তিনি তা সম্পন্ন করতে পারবেন না।

তিনি চলচ্চিত্র শুটিং করার আমন্ত্রণ পাওয়ার সেই অনুভূতি বর্ণনা করে বলেন, তখনকার অনুভূতির সঙ্গে স্বেচ্ছাসেবকদের মেজাজের মিল পাওয়া যায়। যখন কাজের অর্ডার পাই তখন ট্রেনে উঠি। পুরোপুরি জানতাম না, কিসের মুখোমুখি হতে যাচ্ছি! তবে কাজটি আপনার সামনে। আপনি কেবল এগিয়ে যেতে পারেন, ফিরে যাওয়ার সুযোগ নেই।

শূন্য থেকে শুরু করে বিভিন্ন ডিজাইন, এমনকি প্রপস এবং খুঁটিনাটি বিষয়ে আমরা পূর্ণতা অর্জনের জন্য চেষ্টা করি। ড্যান্টে ল্যাম বলেন, ‘স্বেচ্ছাসেবকদের ইচ্ছা প্রশংসার যোগ্য। আমি দর্শক ছাড়া, যারা সেই যুদ্ধে জীবন উত্সর্গ করেছেন, তাদের জন্য এই চলচ্চিত্র শুটিং করতে চাই।’

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn