বাংলা

হংকংয়ের চলচ্চিত্র পরিচালক ড্যান্টে ল্যাম-China Radio International

criPublished: 2021-12-16 15:17:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

স্বেচ্ছাসেবক বাহিনীর ঠান্ডা ও কষ্টকে ভয় না পাওয়া এবং সর্বদা একটি উচ্চ মনোবল বজায় রাখার চেতনাকে শক্তি দিয়েছে বলে তিনি মনে করেন।

ড্যান্টে ল্যাম বলেন, তিনি ছোটবেলায় হংকংয়ে বড় হয়েছেন। ‘Operation Mekong’ এবং ‘OPERATION RED SEA’ নামের মুভি থেকে বর্তমানের ‘The Battle at Lake Changjin’ মুভি পর্যন্ত, তিনি প্রকৃত ইতিহাস সম্পর্কে জানার পর তার মনে বিশাল প্রভাব পড়েছে। ফলে তার মনে তুমুল দায়িত্বানুভূতি ও চলচ্চিত্র তৈরির অনুপ্রেরণা সৃষ্টি হয়।

কেউ তাকে জিজ্ঞাস করেন যে, একজন হংকংয়ের পরিচালক হিসেবে কেন তিনি এত বেশি মূলধারার চলচ্চিত্র শুটিং করছেন? উত্তরে তিনি বলেন, হলিউড চলচ্চিত্রের মূলধারা আছে। বড় রাষ্ট্র হিসেবে চীনে কেন নিজের মূলধারার চলচ্চিত্র তৈরি করা সম্ভব নয়?

বিভিন্ন সময় নিজের পরিচালিত মূলধারার শিল্পকর্মের কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সময়ে তৈরি বিভিন্ন চলচ্চিত্রের বিষয় একটু ভিন্ন রকম।

তিনি বলেন, ‘Operation Mekong’ নামের চলচ্চিত্রে আমি যে বিষয় প্রকাশ করতে চাই, তা হলো এই বিশ্বের সবখানে শান্তি নেই। কেবল কেউ কেউ আপনার জন্য ভারি দায়িত্বের বোঝা কাঁধে বহন করে সামনে এগিয়ে যাচ্ছেন। ‘OPERATION RED SEA’ নামে মুভিতে যে বিষয় প্রকাশ করতে চাই, তা হলো আসলে আমরা শান্তিপূর্ণ যুগ নয়, বরং সৌভাগ্যক্রমে শান্তিপূর্ণ দেশে বাস করছি। ‘The Battle at Lake Changjin’ মুভিতে আমি যে বিষয় তুলে ধরতে চাই, তা হলো- আশা করা হচ্ছে যে, প্রত্যেক চীনা মানুষকে মনে রাখতেই হবে যে, আমাদের পূর্বপুরুষদের জীবন উত্সর্গের বিনিময়ে আমাদের বর্তমান সুখী জীবন পাওয়া যায়। তাই আমাদের শান্তিপূর্ণ জীবনকে সবসময়ই মূল্য দিতে হবে।

ড্যান্টে ল্যাম বলেন, চলচ্চিত্রের সারমর্ম হলো ভালো গল্প বলা এবং মূল্যবোধ প্রকাশ করা। মূলধারার চলচ্চিত্র দর্শকদের মনে ইতিবাচক শক্তি দেয়।

তিনি বলেন, প্রতিবার যখন আমি দেখি, আমার পরিচালিত চীনা গল্প দর্শকদেরকে মুগ্ধ করেছে, দর্শকদের মাঝে একই আবেদন সৃষ্টি করেছে; তখন পরিচালক হিসেবে আমার কৃতিত্ব ও সুখের একটি দুর্দান্ত অনুভূতি সৃষ্টি হয়। এই অনুভূতিটি এমন কিছু যা আমি অন্য থিমের চলচ্চিত্র শুটিং করার সময় অনুভব করি না।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn