যেগুলো চলচ্চিত্র অস্কারের শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র নির্বাচনের তালিকায় অন্তর্ভূক্ত-China Radio International
এটা সত্য যে, প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে নান্দনিক পার্থক্য এবং অস্কার সদস্যপদ ব্যবস্থার বিভিন্ন নিয়ম বিবেচনা করলে বোঝা যায়- এই অস্কার পুরস্কার পাওয়া সত্যিই সহজ কাজ নয়।
প্যারাসাইট নামে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রের ৭২তম অস্কার পুরস্কার অর্জন দারুণ একটি ব্যাপার। সর্বোচ্চ কৃতিত্ব পাওয়ার পিছনে যে আনন্দ ও উত্তেজনা— তা আমাদের চলচ্চিত্র নির্মাতাদের সত্যিই চিন্তা করা দরকার।
অস্কারের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র এই পুরস্কারকে উদাহরণ হিসেবে বলা যায়, কেউ কেউ সারসংকলন করে বলেছেন যে, ঐতিহাসিক বিষয়, দ্বিতীয় যুদ্ধ-সংক্রান্ত বিষয়, ইহুদি, তৃতীয় জগতের জনগণের কষ্ট তুলে ধরা মুভিগুলো অস্কারে সমাদৃত হবে। তাই আমাদের খেয়াল করা উচিত্ যে, সাংস্কৃতিক আত্মবিশ্বাসের ভিত্তিতে কীভাবে ভালোমতো চীনা গল্প বলা যায়; চীনা দর্শকদের স্বাদ পূরণের পাশাপাশি পশ্চিমা জনগণকে সর্বজনীন মূল্যবোধ পৌঁছে দেওয়া যায়। পশ্চিমা দর্শক ও বিচারকদের নান্দনিকতা পূরণ করা নয়; বরং, ভালো একটি চলচ্চিত্রের নির্দিষ্ট কিছু মানদণ্ড থাকতেই হবে।
‘Better Days’ নামে চলচ্চিত্রটি ৯২তম অস্কারের শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্রের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এ থেকে প্রমাণিত হয় যে, মনোমুগ্ধকর গল্প ও অনুভূতি জাতি, দেশ ও ভাষার সীমানা অতিক্রম করতে পারে।
উল্লেখ্য, ৯৪তম অস্কারের অন্তর্ভুক্তির চূড়ান্ত তালিকা আগামী বছরের ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে এবং চূড়ান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৭ মার্চে অনুষ্ঠিত হবে।