বাংলা

যেগুলো চলচ্চিত্র অস্কারের শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র নির্বাচনের তালিকায় অন্তর্ভূক্ত-China Radio International

criPublished: 2021-12-02 14:01:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বছরের মার্চ মাসে ‘Better Days’ নামে চলচ্চিত্রটি চীনের হংকংয়ের প্রতিনিধিত্ব করে ৯৩তম অস্কারের শ্রেষ্ঠ আন্তর্জাতিক মুভির সম্মাননা জয়ের চেষ্টা করলো এবং অবশেষে পাঁচটি শক্তিশালী ছবির তালিকায় অন্তর্ভুক্ত হয়। এই ফলাফলে সব চীনারা বিস্মিত ও উত্তেজিত। সর্বোপরি, ‘Hero’ নামে চলচ্চিত্রের ১৮ বছর পর চীনের কোনও চলচ্চিত্র অস্কারের তালিকায় অন্তর্ভুক্ত হয়।

গত মাসে চীনের মূলভূভাগ ৯৪তম অস্কারের শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র নির্বাচনের জন্য একটি চলচ্চিত্র বেছে নেয়, যা চাং ই মৌ পরিচালিত ‘Cliff Walkers ’। বলা যায়, আসলে ‘Cliff Walkers ’ চলচ্চিত্রটি শৈল্পিক ও বাণিজ্যিক দিকে নিখুঁত ভারসাম্য বাস্তবায়িত হয়েছে। বক্স অফিসে এর আয় ১২০ কোটি ইউয়ান এবং এই সংখ্যা দিয়ে চলচ্চিত্রটি চলতি বছরের দেশীয় চলচ্চিত্রের বক্স অফিস চার্টের ষষ্ঠ স্থান অধিকার করে। এটি হলো পরিচালক চাং ই মৌয়ের সেরা ব্যক্তিগত বক্স অফিস পারফরম্যান্স। ভালো বক্স অফিস অর্জন ছাড়াও, এ চলচ্চিত্রটি দর্শকদের প্রশংসা পেয়েছে। নির্দিষ্ট কোনো মতাদর্শগত রঙ থাকলেও ‘Wolf Warriors’সহ অন্যান্য মূল ধারার চলচ্চিত্রের তুলনায় এর রাজনৈতিক বৈশিষ্ট্য তেমন সুগভীর নয়।

‘Cliff Walkers ’ চলচ্চিত্রটি হলো চাং ই মৌয়ের নবম বারের মতো অস্কারের শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার জয়ের চেষ্টা। এই চলচ্চিত্রটি প্রথম আটবারের মধ্যে সাতবার চীনের মূল ভূভাগে প্রতিনিধিত্ব করে। সেগুলো হলো ১৯৮৮ সালের ‘Red Sorghum’, ১৯৯০ সালের ‘Ju Dou’, ১৯৯২ সালের ‘The Story of Qiu Ju’, ২০০২ সালের ‘Hero’, ২০০৪ সালের ‘House of Flying Daggers’, ২০০৬ সালের ‘Curse of the Golden Flower’ এবং ২০১১ সালের ‘The Flowers Of War’, তার আরেকটি শিল্পকর্ম ‘Raise the red lantern’ ১৯৯১ সালে চীনের হংকংয়ের প্রতিনিধিত্ব করে অস্কারের শ্রেষ্ঠ আন্তর্জাতিক মুভির পুরস্কার জয়ের চেষ্টা করে। এসব শিল্পকর্মের মধ্যে মোট ৩টি পুরস্কারের তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং এ তিনটি মুভির নাম হলো ‘Ju Dou’, ‘Raise the red lantern’ এবং ‘Hero’। চীনে এসব ছবির জনপ্রিয়তা বেশ ভালো এবং পরিচালক অ্যাং লি যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছেন।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn