বাংলা

যেগুলো চলচ্চিত্র অস্কারের শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র নির্বাচনের তালিকায় অন্তর্ভূক্ত-China Radio International

criPublished: 2021-12-02 14:01:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অস্কার পুরস্কার নির্বাচনে চীনের মূলভূভাগের বেছে নেওয়ার চলচ্চিত্রের দিকে নজর দিলে সহজেই দেখা যায় যে, যুগের পরিবর্তন ও উন্নয়ন যাই হোক না কেন, এসব চলচ্চিত্রের স্পষ্ট রাজনৈতিক অর্থ আছে।

১৯৭৯ সালে সংস্কার ও উন্মুক্তকরণের দ্বিতীয় বছরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। অস্কারে পুরস্কার জিতে নিতে চীনা চলচ্চিত্র ব্যক্তিদের দীর্ঘ যাত্রা শুরু হয়।

তখন থেকে পুরো ২০ শতাব্দী পর্যন্ত চীনের মূলভূভাগের বেছে নেওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে অধিকাংশই ছিল যুগ ও জাতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

২১ শতাব্দীতে প্রবেশের পর ২০০১ সালে অ্যাং লি’র পরিচালিত ‘Crouching Tiger, Hidden Dragon’ চলচ্চিত্রটি অস্কারের শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে।

পশ্চিমা বিচারকদের কাছে ‘Crouching Tiger, Hidden Dragon’ নামে চলচ্চিত্রে তুলে ধরা ওরিয়েন্টাল মার্শাল আর্টের রহস্য খুব নতুন। ‘Crouching Tiger, Hidden Dragon’ নামে চলচ্চিত্রের সফলতা মার্শাল আর্ট চলচ্চিত্রের উত্থান আবার শুরু করা ছাড়াও, মূলভূভাগের চলচ্চিত্র ব্যক্তিদের রচনার অনুপ্রেরণা দিয়েছে।

এর ভিত্তিতে একই স্টাইলের ‘Hero’ চলচ্চিত্রটি পশ্চিমা বিচারকদের সমাদর পেয়েছে।

তবে একই স্টাইলের মুভি বারবার দেখলেও নান্দনিক ক্লান্তি তৈরি হবে। পরের কয়েক বছরে চাং ই মৌ’র অন্য কয়েকটি চলচ্চিত্র অস্কার পুরস্কারের তালিকায় অন্তর্ভুক্ত হয় নি। শুধুমাত্র অস্কারের প্রযুক্তিগত পুরস্কার লাভ করেছে, যেমন, ‘House of Flying Daggers’ নামে চলচ্চিত্রটি সেরা ফটোগ্রাফি পুরস্কারের তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং ‘Curse of the Golden Flower’ চলচ্চিত্রটি সেরা পোশাক ডিজাইনের পুরস্কারের তালিকায় অন্তর্ভুক্ত হয়।

এবারে আমরা দেখবো আর কি কি চলচ্চিত্র অস্কার পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়? প্রথমে চীনা ভাষার চলচ্চিত্রের দিকে তাকাই। চীনের হংকং ‘Zero to Hero’ নামে এ চলচ্চিত্র বেছে নেওয় হয়। এ চলচ্চিত্রটি প্যারালিম্পিকসের বিজয়ী সু হুয়া উইয়ের বাস্তব জীবনের অভিজ্ঞতা অবলম্বনে তৈরি করা হয়েছে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn