সিরিয়ার ফটোগ্রাফার মালাস-China Radio International
সম্প্রতি আশা জাগিয়েছে জেমস বন্ড সিরিজের ২৫তম সিনেমা ‘নো টাইম টু ডাই’। মুক্তির তিন সপ্তাহ না পেরোতেই বিশ্বব্যাপী আয়ে এটি ৮ নম্বরে উঠে এসেছে। সপ্তাহের আয়েও রেকর্ড করেছে। প্রায় ১ লাখ ভোট পেয়ে সিনেমাটির আইএমডি রেটিং ৭.৬। সিনেমাটি প্রধান আকর্ষণ ডেনিয়েল ক্রেইগ।
আমেরিকান সায়েন্স ফিকশন এবং কমেডি ধারার সিনেমা ‘ফ্রি গাই’। বাজেটের চেয়ে তিনগুণ আয় করে সিনেমাটি এখন পর্যন্ত আয়ের দিকে ৯ নম্বরে আছে। বিশ্বব্যাপী আয় করেছে ৩২ কোটি ৭০ লাখ ডলার। এটি পরিচালনা করছেন শন লেভি। ১৩ আগস্ট সিনেমাটি মুক্তি পায়।
ড্রামা, হরর এবং সায়েন্স ফিকশনের মিশেল ‘আ কোয়ায়েট প্লেস পার্ট টু ’। গত বছরের ৮ মার্চ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পরায় সেই সময় ছবিটির মুক্তি বাতিল হয়। এ বছরের ২৮ মে আবার বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়া হয়। ৫ কোটি ৫০ লাখ ডলারের এ সিনেমাটি ২৯ কোটি ৭০ লাখ ডলার আয় করেছে। প্যারামাউন্ট পিকচারের এ সিনেমাটি পরিচালনা করেছেন জন ক্রাসিনস্কি। লিলি/তৌহিদ/শুয়ে