বাংলা

সিরিয়ার ফটোগ্রাফার মালাস-China Radio International

criPublished: 2021-10-27 17:50:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনে নববর্ষ উপলক্ষে গত ১২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পায় ‘হাই, মম’। ব্ল্যাক কমেডি ধারার এ সিনেমা পরিচালনা করেন অভিনেতা ও নির্মাতা জিয়া লিং। এখন পর্যন্ত ৮২ কোটি ডলার আয় করে চীনা সিনেমাটি শীর্ষ অবস্থান করছে।

বিশ্বব্যাপী আয়ে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনিভার্সাল পিকচার্সের ‘এফ ৯: দ্য ফাস্ট সাগা’। ভিন ডিজেল, মিশেল রদ্রিগেজসহ তারকাবহুল এ সিনেমা পরিচালনা করেন জাস্টিন লিন। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি মুক্তির ২০ বছর পর এ সিনেমাটি মুক্তি পায়। ২৫ জুন মুক্তির পর গত ৪ মাসে সিনেমাটি ৭১ কোটি ডলার আয় করেছে।

টোকিওতে সংগঠিত ভয়ংকর একটি অপরাধের তদন্ত করতে ট্যাং রেন ও ছিন ফেং নামের দুই গোয়েন্দার ডাক পড়ে। শ্বাসরুদ্ধকর গোয়েন্দা ছবি ‘ডিটেকটিভ চায়না টাউন-৩’–এর পরতে পরতে লুকিয়ে আছে নানা রহস্য। ৬৮ কোটি ডলার আয় করে ৩ নম্বরে রয়েছে সিনেমাটি।

চীনা ছবি ‘দ্য ব্যাটল অ্যাট লেক চাংজিন’ ৬৩ কোটি ডলার আয় করে ৪ নম্বরে রয়েছে। ২১ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পায়। তিন নির্মাতা চেন কাইগে, সুই খ্য ও দান্তে লেম যৌথভাবে এটি পরিচালনা করেছেন। যুদ্ধের এ সিনেমায় এক্সট্রাই ব্যবহার হয়েছে ৭০ হাজার।

অ্যাডাম উইংগার্ড পরিচালিত ‘গডজিলা ভার্সেস কং’ সিনেমাটির টিজার মুক্তির পর থেকেই শুরু হয় উন্মাদনা। করোনার মধ্যে সিনেমাটির মুক্তি নিয়ে দোটানায় ছিল ওয়ার্নার ব্রস। গত ৩১ মার্চ মুক্তি পাওয়া সিনেমাটি ৪৬ কোটি ডলার আয় করে ৫ নম্বরে রয়েছে।

সুপার হিরোকেন্দ্রিক মারভেল কমিক ‘শাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ ৪০ কোটি ডলার আয় করে সেরা আয়ের দিক থেকে ৬ নম্বরে অবস্থান করছে। সিনেমার বাজেট ছিল প্রায় ২০ কোটি ডলার। সিনেমাটি পরিচালনা করেন ডাস্টিন ড্যানিয়েল ক্রেটন।

‘ব্লাক উইডো’ সিনেমার বাজেট ছিল ২০ কোটি ডলার। ৮ জুলাই মুক্তির পরই সিনেমাটি আলোচনায় আসে। ওয়াল্ট ডিজনির স্টুডিও মোশন পিকচারের সিনেমাটির এখন পর্যন্ত আয় ৩৭ কোটি ডলার। মার্ভেল কমিকসের সিনেমাটি পরিচালনা করেন কেট শর্টল্যান্ড।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn