তাইওয়ানের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক লি শিং-China Radio International
বহুবছর আন্তরিক বিনিময়ের পর মুল ভূভাগের চলচ্চিত্র ব্যক্তিদের সঙ্গে লি শিংয়ের সুগভীর মৈত্রী সৃষ্টি হয়। যখন মুল ভূভাগের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সিয়ে চিন মারা যান, তখন তিনি বিশেষ করে তাইওয়ান থেকে শাংহাইয়ে এসে সিয়ে চিনের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
২০০৯ সালে তাইওয়ানের দু’তীরের চলচ্চিত্র বিনিময় কমিটি প্রতিষ্ঠিত হয়। ৭৯ বছর বয়সী লি শিং এ কমিটির সদস্য হিসেবে মনোনীত হন। একই বছর এই কমিটি চীনের চলচ্চিত্র তহবিলের সঙ্গে যৌথভাবে দু’তীরের প্রথম চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে।
গত বছর মহামারীর কারণে পিছিয়ে দেওয়া দু’তীরের ১২তম চলচ্চিত্র প্রদর্শনী কিছুদিন আগে আয়োজনের সিদ্ধান্ত হয়। চলচ্চিত্র প্রদর্শনীর পোস্টারে পরিচালক লি শিংয়ের ফুটফুটে কমিক ইমেজ ছাপানো হয়। চলচ্চিত্র প্রদর্শনী প্রসঙ্গে তিনি বলেছিলেন, চলতি বছর মহামারী পরিস্থিতিতে দু’তীরের চলচ্চিত্র ব্যক্তিদের সফর বিনিময় করা সম্ভব হবে না। তবে তাইপেই ও বেইজিংয়ে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন একে অপরের বাজার ও শিল্পের উন্নয়নের প্রবণতা বজায় রাখার গুরুত্বপূর্ণ চ্যানেল। দু’তীরের চলচ্চিত্র সংস্কৃতির সংমিশ্রণ ও সংহতকরণের ফলে চীনের চলচ্চিত্রের ধারণা আরো সম্পূর্ণ হবে এবং দু’তীরের অভিন্ন সমৃদ্ধি ও উন্নতি বাস্তবায়িত হবে।
‘পরিচালক লি শিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করছি। ৩০ বছর ধরে মুল ভূভাগ, তাইওয়ান ও হংকংয়ের চলচ্চিত্র পরিচালকদের বিনিময় ও সহযোগিতার জন্য তার নিরলস প্রচেষ্টা ও বিশাল অবদানের জন্য কৃতজ্ঞতা জানাই।’ মুল ভূভাগের বিখ্যাত পরিচালক সিয়ে ফেই নিজের মাইক্রোব্লগে এভাবেই বলেছেন।